বাংলা নিউজ > বায়োস্কোপ > Globalspa Awards 2023: শাড়িতে অনবদ্য এভারগ্রিন রেখা, মানুষী থেকে বাণী, অ্যাওয়ার্ড শোয়ে চাঁদের হাট

Globalspa Awards 2023: শাড়িতে অনবদ্য এভারগ্রিন রেখা, মানুষী থেকে বাণী, অ্যাওয়ার্ড শোয়ে চাঁদের হাট

গ্লোবাস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এর রেড কার্পেটে রেখা, মানুষী চিল্লার এবং বাণী কাপুর

Globalspa Awards 2023: গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ অংশ নিয়েছেন বলিউড সেলেবরা। রেখা, বাণী কাপুর এবং মানুষী চিল্লার, অন্যান্যরা লাল গালিচায় হেঁটেছিলেন। দেখুন কে কি পরেছেন-

বুধবার রাতে মুম্বইয়ে গ্লোবাস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এর রেড কার্পেটে তারকাদের হাট। অনুষ্ঠানে হাজির ছিলেন রেখা, বাণী কাপুর, মানুষী চিল্লার, রবিনা ট্যান্ডন, শোভিতা ধুলিপালা, অঙ্গদ বেদি, অপারশক্তি খুরানা, বাবিল খান, মণীশ পল, মণীশ মালহোত্রা, রণদীপ হুডা এবং অন্যান্য সেলিব্রিটিরা। অনুষ্ঠানে সেরার থেকে সেরা লুকে ধরা দেন বলি সেলেবরা।

গ্লোবালস্পা অ্যাওয়ার্ড ২০২৩-এ কে কী পরেছেন?

রেখা- গত রাতে গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ রেখা তাঁর সিগনেচার লুকে ধরা দেন। শাড়িতে অনবদ্য অভিনেত্রী। রেড কার্পেটে ক্রিম এবং সোনালি রঙের চিকনকারি কাজ করা শাড়ি বেছে নিয়েছেন বলিউডের এই এভারগ্রিন বিউটি।

আরও পড়ুন: বলিউড হিরোইনরা নাকি না খেয়ে থাকে! বাণী কাপুরের এই ভিডিয়োটি দেখুন

মানুষী চিল্লার- গ্লোবাস্পা অ্যাওয়ার্ডের লাল গালিচায় প্রিন্সেস ভাইবস এই ভারতীয় সুন্দরীর। কালো রঙের স্ট্র্যাপলেস ফ্লোর-লেন্থ গাউন, তুলে স্কার্টে মানুষীর থেকে চোখ সরানো দায়।

বাণী কাপুর- অ্যাওয়ার্ড শো নাইটে উজ্জ্বল কুসুম হলুদ শেডের একটি হাল্টার-নেক গাউন বেছে নিয়েছিলেন বাণী। স্লিভলেস এনসেম্বলে সামনের দিকে গলার কাছে চেরা।

রবিনা ট্যান্ডন- রেড কার্পেটে ঝলমলে কালো গাউন পোশাকে হাজির হন রবিনা। পোশাকের দুই হাতার কাছে চেরা।

<p>গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় রবিনা ট্যান্ডন (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)</p>

গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় রবিনা ট্যান্ডন (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)

শোভিতা ধুলিপালা- গোলাপির মধ্যে সোনালি কাজ করা শাড়ি পরে এ দিন অনুষ্ঠানে যোগ দেন শোভিতা। ম্যাচিং ব্লাউজ দিয়ে স্টাইল করেছেন তিনি।

<p>গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় শোভিতা ধুলিপালা (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)</p>

গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় শোভিতা ধুলিপালা (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)

রণদীপ হুডা- একরঙা পোশাকে অ্যাওয়ার্ডের রাতে উপস্থিত ছিলেন রণদীপ হুডা। কালো ওপেন-কলার বোতাম-ডাউন শার্ট, ম্যাচিং প্যান্ট এবং একটি সাদা ল্যাপেল ব্লেজার বেছে নিয়েছিলেন তিনি।

<p>গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় রণদীপ হুডা (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)</p>

গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় রণদীপ হুডা (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)

বাবিল খান- লাল গালিচায় একটি লাল স্যুট সেটে একটি খাঁজ-ল্যাপেল ডবল-ব্রেস্টেড ব্লেজার, স্ট্রেইট-ফিটেড প্যান্ট এবং একটি কলারযুক্ত বোতাম-ডাউন শার্ট পরেছিলেন বাবিল। তাঁর কো-অর্ড ফ্য়াশন নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।

<p>গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় বাবিল খান (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)</p>

গ্লোবালস্পা অ্যাওয়ার্ডস ২০২৩-এ লাল গালিচায় বাবিল খান (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস, বরিন্দর চ্যাওলা)

আপনার চোখে কার আউটফিট সেরা?

 

 

বন্ধ করুন