বাংলা নিউজ > বায়োস্কোপ > Serial Update: চার মাসেই বন্ধ হওয়ার খবর মিলছে জি বাংলার এই জনপ্রিয় মেগার! মাথায় হাত দর্শকের

Serial Update: চার মাসেই বন্ধ হওয়ার খবর মিলছে জি বাংলার এই জনপ্রিয় মেগার! মাথায় হাত দর্শকের

বন্ধ হয়ে যাবে নাকি সোহাগ জল?

একাধিক বাংলা ধারাবাহিক এখন বছর ঘোরার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। ফের কার কপাল পুড়ল?

বর্তমানে বাংলা ধারাবাহিকের কপাল বড়ই মন্দ। বেশিরভাগই বছর গড়ানোর আগেই বন্ধ হয়ে যাচ্ছে। কিছু তো আবার শেষ হয়ে যাচ্ছে ৩-৪ মাসেই। এবার খবর মিলছে খারাপ টিআরপি-র কারণে খুব জলদিই বন্ধ হয়ে যাবে জি বাংলার আরও এক মেগা। যা শুরু হয়েছিল ২০২৩ সালের নভেম্বরের শেষের দিকেই। ধারবাহিকের নাম সোহাগ জল। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য আর হানি বাফনা। 

যদিও চ্যানেলের তরফে এখনও কোনও নিশ্চিত খবর আসেনি। তবে শোনা যাচ্ছে মার্চেই হবে শেষ সম্প্রচার। আর সেই জায়গায় আসবে ‘ব্লুজ’-এর একটি নতুন মেগা। যাতে মুখ্য চরিত্রে থাকার কথা রয়েছে ‘মাধবীলতা’ নায়িকা শ্রাবণী ভুঁইয়া আর ‘কড়ি খেলা’ খ্যাত শ্রীপর্ণা রায়ের। এই ধারাবাহিকে থাকার কথা আছে আরও এক নায়িকার। যদিও তাঁর নাম এখনও ঠিক হয়নি। সঙ্গে তিন নায়কও থাকছেন এখানে। আরও পড়ুন: বাসনের দোকানে ফোটোশ্যুট শুভশ্রীর! ‘মাথামুণ্ডুহীন চিন্তা-ভাবনা’র কারণে হলেন ট্রোল

সোহাগ জল বন্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে আপাতত ফেসবুকের একাধিক গ্রুপে। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এই খবরে। সোহাগ জলের ধারাবাহিক শুরুটা হয়েছিল এমন এক দম্পতিকে নিয়ে যাদের বিবাহিত জীবনে শুরু থেকেই নানা সমস্যা। জুঁই সরেই আসবে ঠিক করে শুভ্রর জীবন থেকে। আর তখনই টুইস্ট আনে বেণী বৌদি। জানিয়ে দেয় সে প্রেগন্যান্ট। আর তাঁর গর্ভের শিশু আসলে শুভ্ররই। বিয়েও করে নেয় ছলেবলে। আরও পড়ুন: আদালতে বউকে ‘লিভ ইন পার্টনার’ বললেন নাওয়াজ! বরের নামে ধর্ষণের অভিযোগ আনলেন আলিয়া

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ‘সোহাগ জল’-কে ‘পরকীয়ার জল’ বলে ডাকতে শুরু করে একাংশ। কেউ কেউ তো একে দুপুর ঠাকুরপো সিরিয়াল বলেও ডাকতে শুরু করেছে। নতুন প্রোমো বলছে, জুঁই জেনে যাবে এই সন্তানের বাচ্চা আসলে শুভ্রর জেঠতুতো দাদা সৌম্য। আর এই সমাধান করেই নাকি শেষ করে দেওয়া হবে ধারাবাহিকখানা। কারণ টিআরপি-তে সেভাবে ছাপ ফেলতে পারছে না। স্লট হারাচ্ছে স্টার জলসায় এক্কা দোক্কা-র কাছেও। 

এখন দেখার সত্যিই সত্যিই মাসখানেকের মধ্যেই বন্ধ হয়ে যায় কি না এই মেগা! যদিও সোহাগ জলের দর্শকরা চাইছেন এই খবর যেন আসলেই ‘গুজব’ হয়। না হলে যে, হানি আর শ্বেতার রোম্যান্সটাই দেখার সৌভাগ্য হবে না কারও। 

 

বন্ধ করুন