অনুষ্ঠানস্থল জামনগর, আম্বানি পুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং পার্টি। ১-৩ মার্চ, তিনদিন ব্যাপী যে অনুষ্ঠন ছিল তারকাখচিত। বলিউড থেকে হলিউড, দেশ থেকে বিদেশ, বিশ্বের নামী-দামী তারকারা হাজির ছিলেন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের নানান মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রিহানা। জামনগরের সেই পার্টি থেকে পপ তারকার একটা ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বুধবার টুইটারে উঠে আসা একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে, পার্টিতে চলছে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ‘চালেয়া’ গান। আর সেই গানেই ঠোঁট নাড়তে নাড়তে কোমর দোলাচ্ছেন রিহানা। তাঁর পরনে চকচকে পিচ রঙের ড্রেস। রিহানার মাথা থেকে গলা পর্যন্ত ছিল ওড়না জড়ানো। পার্টিতে চালেয়া গানে দুলতে দুলতে পানীয় উপভোগ করতে দেখা যায় পপ তারকাকে। এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে যায়।
আরও পড়ুন-অত্যন্ত সংকটজনক, চলছে জীবন-মৃত্যুর লড়াই! কোমায় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
এই প্রথমবার রিহানা বলিউডের গানে নাচছেন এমনটাও নয়। এর আগে, জাহ্নবী কাপুরও ইনস্টাগ্রামে রিহানার সঙ্গে ওই পার্টিরই একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তাঁর প্রথম ছবি 'ধড়ক' থেকে জিঙ্গট গানে নাচতে দেখা গিয়েছিল রিহানাকে। জাহ্নবী সেই পোস্টটির ক্যাপশন দিয়েছিলেন, ‘এই মহিলা একজন দেবী, থামুন এবার, বিদায়।’ এর আগে রিহানার ছবি পোস্ট করেছিলেন ওরি ওরফে ওরহান অওত্রামানি। তাঁর কানের দুলটি রিহানার পছন্দ হওয়ায় তিনি রিহানাকে সেগুলি উপহার হিসাবে দিয়েছিলেন।
এর আগে বলিউড বাদশা শাহরুখ ও তাঁর মেয়ে সুহানার সঙ্গে তোলা রিহানার একটা ছবিও ভাইরাল হয়েছিল। শাহরুখের ঘাড়ে হাত রেখে ছবি তুলছিলেন রিহানা!