মাত্র চার বছরেই দলবদল! ২০১৯ এ বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠকে গিয়ে সেই বছর ২১ জুলাই যোগ দেন এই টলি অভিনেত্রী। কিন্তু মাত্র চার বছর কাটতে না কাটতেই বিজেপির হাত ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি।
তবে ২০১৯ সালে যতই তিনি গেরুয়া শিবিরে যোগ দেন না কেন তাঁকে কিন্তু সেই অর্থে কখনই সক্রিয় ভাবে রাজনীতি করতে দেখা যায়নি। এমনকি কোনও নির্বাচনেও লড়েননি তিনি। এবার সেখান থেকে পুরোপুরি সরে এসে তৃণমূলে যোগ দিলেন তিনি।
সেলেবদের মধ্যে এ ধরনের দল বদল এই প্রথম নয়। আগেও অনেকেই এই কাজ করেছেন। এবার সেই পথেই হাঁটলেন তোমাদের রাণী ধারাবাহিকের দুর্জয়ের বৌদি।
রবিবার, ৮ অক্টোবর রাজভবনের সামনে অভিষেকের ধর্না মঞ্চে হাজির হন রিমঝিম। সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ২০২১ সালের নির্বাচনের পর এখন খানিক ব্যাকফুটে আছে পদ্ম শিবির। সেখানে রিমঝিমের এই দলবদল বেশ আলোড়ন ফেলল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অরিন্দম শীলের ব্রাঞ্চ পার্টিতে হাজির সস্ত্রীক রাজ, শুভশ্রীকে জড়িয়ে আদুরে চুমু পরিচালকের
আরও পড়ুন: সুস্থ হয়েই বাজিমাত! পল্লবীর সঙ্গে জুটি বেঁধে দাদাগিরির পর্বে ছক্কা রুবেলের
২০২১ সালের নির্বাচনের আগে অনেক টলি তারকাই বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পরেই একে একে সরে আসতে থাকেন। ভাঙন ধরে পদ্ম শিবিরে। কাঞ্চনা মৈত্রের কণ্ঠেও কদিন আগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ শোনা গিয়েছিল। তারপর তিনি সরে আসেন দল থেকে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে একটি পোস্ট করে জানান তিনি একজন নিজের কাজ আর পরিবারকে সময় দিতে চান। তাই রাজনীতিকে তখন বিদায় জানান।
লোকসভা নির্বাচনের আগে এভাবে জনপ্রিয় মুখ একে একে পদ্ম শিবির থেকে সরে যাওয়ায় তাঁরা যে বেজায় অস্বস্তিতে পড়েছেন সেটা স্পষ্ট।