দাদাগিরি ১০ শুরু শুরু হয়ে গেল এই সপ্তাহ থেকে। ৬ অক্টোবর সম্প্রচারিত হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন নিম ফুলের মধু ধারাবাহিকের কলাকুশলীরা। এদিন তাঁদের অনেক মজা করতে দেখা যায় দাদার সঙ্গে। পা ভাঙার পর সুস্থ হয়ে এই প্রথম কোনও রিয়েলিটি শোতে অংশ নিলেন রুবেল। আর তাতেই করলেন বাজিমাত।
রুবেল-পল্লবীর জুটি দাদাগিরিতে
দাদাগিরির মঞ্চে এসে এদিন পল্লবী ওরফে নিম ফুলের মধু ধারাবাহিকের পর্ণা জানান তাঁকে কেন সবাই ‘তারকাটা দত্ত’ বলে ডাকেন। জানান কেন তিনি রেগে যান, কেনই বা মাঝে মধ্যে তাঁর মাথার তার কেটে যায়। পল্লবীর সেই ছড়া শুনে হেসে গড়িয়ে পড়েন সৌরভ।
এদিন দাদাগিরিতে স্লগ ওভার রাউন্ডে প্রায় সমস্ত উত্তর ঠিক দেন রুবেল পল্লবী জুটি। আর তাতেই তাঁরা ফাস্টেস্ট ফিফটি করেন। এদিনের পর্বও তাঁরাই জেতেন। তবে তাঁদের কড়া টক্কর দিয়েছে বাবুর দাদা আর বৌদি। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেন রুবেল আর পল্লবী।
রুবেলের অসুস্থতা
নিম ফুলের মধু ধারাবাহিকের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে দুপায়ের গোড়ালি ভাঙেন রুবেল। প্রায় দুমাস বাড়ি বন্দি ছিলেন তিনি। সেখানে বসেই শুট করে পাঠিয়েছেন তাঁর অংশ। তবে কয়েকদিন হল তিনি আবারও সেটে ফিরেছেন। আর সুস্থ হয়ে উঠতেই এই প্রথম তিনি কোনও রিয়েলিটি শোতে এলেন। আর সেখানে এসেই তিনি ভেলকি দেখিয়ে এদিনের পর্ব জিতে নেন।
আরও পড়ুন: মা দুর্গাকে জড়িয়ে আদর সৌমিতৃষার, পুজোর আগে কুমোরটুলি সফরে হাজির দেবের নায়িকা
আরও পড়ুন: 'কদিন আগেই সোজা উপরে যাচ্ছিলাম', দিদি নম্বর ১-এ হাড়হিম করা দুর্ঘটনার অভিজ্ঞতা ভাগ অনন্যার
দাদাগিরিতে নিম ফুলের ধারাবাহিকের কলাকুশলীদের মজা
এদিন দাদাগিরির মঞ্চে সৃজনের মা ওরফে অরিজিতা মুখোপাধ্যায় জানান তিনি যেভাবে অনস্ক্রিন ছেলের ফুলশয্যার ঘরে হানা দেন, ছেলে বউয়ের ঘরে নাক গলান সেটা দাদাকেও ফেস করতে হয় কিনা। দাদা ওরফে সৌরভ কতটা তাঁর মায়ের বাবু জানতে চান। উত্তরে দাদা বলেন, সব বাড়িতেই এটা কম বেশি থাকে। তখনই অন্যান্য জেলার যে বাকি প্রতিযোগীরা ছিলেন তাঁদের একজন বলে ওঠেন, 'সেটা হলেও উনি যা করছেন সেটা অসহ্য।' সেটা শুনে অরিজিতা যতই স্তম্ভিত হয়ে যান না কেন বাকিরা হেসে কুটোপুটি খান।
রুবেলের মা দাদাগিরিতে
দাদাগিরির মঞ্চে এদিন রুবেলকে চমক দেওয়া হয়। তাঁর মা এসে তাঁর পাশে দাঁড়ান। অভিনেতা জানান তিনি আজ এতদূর আসতে পেরেছেন তাঁর মায়ের ত্যাগ এবং দাদার সাপোর্টে। তাঁরা সবসময় তাঁর পাশে থেকে সাহায্য করেছেন এগিয়ে যেতে।