মুম্বইয়ের ঝাঁ চকচকে ইভেন্ট। পাপারাৎজিদের সামনে পোজ দিতে ব্যস্ত শিল্পা শেট্টি। দুম করে শিল্পার সামনে হাজির ঋতুপর্ণা, কানে ফোন। হন্তদন্ত হয়ে হেঁটে গেলেন ঋতুপর্ণা। তাঁকে চিনতে পারা তো দূর অস্ত, পাপারাৎজিদের একজন কটাক্ষের সুরে বলে ওঠে, ‘দিদি এটা গার্ডেন নয়’। শিল্পাও অদ্ভূত অঙ্গভঙ্গি করেন। সোশ্যালে বিদ্যুৎ গতিতে ভাইরাল সেই ভিডিয়ো।
বলিউডে যোগ্য সম্মান পান না বাঙালিরা, এই অভিযোগ বরাবরের। ঋতুপর্ণা-শিল্পার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই রে রে করে উঠে নেটপাড়া। একপক্ষের দাবি, ঋতুপর্ণা ইচ্ছাকৃত শিল্পার ছবি তোলায় বাদ সাধতে ক্যামেরার সামনে এসেছিলেন। আবার আরেকপক্ষ বলছেন, ঋতুপর্ণা বেখেয়ালে শিল্পার সামনে এসে পড়েন। পুরোটাই অনিচ্ছাকৃত। তবে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে যেভাবে ঠাট্টা কার হয়েছে, তাতে চটেছেন অনেকেই। ভাইরাল ভিডিয়ো নিয়ে কম জলঘোলা হয়নি গত দু-দিনে। এবার নীরবতা ভাঙলেন ঋতুপর্ণা।
ঠিক কী ঘটেছিল সেদিনের সন্ধ্যায়? নিজের মুখেই জানালেন ঋতুপর্ণা। নায়িকার সাফাই শুনলে আপনি চমকে যেতে পারেন। আনন্দবাজার অনলাইনকে ঋতুপর্ণা বলেন, 'ওখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনও ফোটোগ্রাফারের প্রবেশের অনুমতি ছিল না। কেউ ভিডিয়োটা কোনও ভাবে রেকর্ড করে গুজব ছড়াচ্ছে!’ সৃজিতের অরিজিন্যাল বেগমজান জানান, কর্তৃপক্ষের তরফে তাঁকে ভিতরে নিয়ে যাওয়ার কথা। সেই ডাক পেয়েই দ্রুত এগোচ্ছিলেন তিনি, সেই সময় শিল্পাকে খেয়াল করেনি এবং শিল্পাও ঋতুপর্ণাকে দেখতে পাননি।

ঋতুপর্ণা স্পষ্ট হলেন, ওই ঘটনার আগে হোটেলের লাউঞ্জে দীর্ঘসময় কথা বলেছন তাঁরা। অনুষ্ঠানেও শিল্পার পাশেই বসেছিলেন তিনি। দু-জনে দীর্ঘ সময় ধরে পরস্পরকে চেনেন। তাঁদের যথেষ্ট সখ্যতা রয়েছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শিল্পার সঙ্গে ওই ইভেন্টেরই ছবি পোস্ট করেন ঋতুপর্ণা। সেখানে দেখা গেল হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে দুজনে। অপর এক ছবিতে ভাগ্যশ্রী ও শিল্পার মাঝে বসে থাকতে গেল ঋতুপর্ণাকে।
শিল্পার সঙ্গে তাঁর কোনওরকম মনোমালিন্য নেই এই ছবি দিয়েই বোঝালেন ঋতুপর্ণা। তাহলে সোশ্যাল মিডিয়ায় যে এত ট্রোলিং, সেই নিয়ে কী বক্তব্য টলি নায়িকার? প্রসেনজিৎ-এর ‘প্রাক্তন’ নায়িকা বললেন, ‘অনভিপ্রেত ঘটনা'।
নব্বইয়ের দশকে চানকি পান্ডের নায়িকা হিসাবে বলিউড সফর শুরু করেছিলেন ঋতুপর্ণা। তবে সেভাবে সাফল্যে হাতে আসেনি। ম্যায় মেরি পত্নী অউর ওহ’ সিনেমায় রাজপাল যাদবের নায়িকা হিসাবে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন ঋতুপর্ণা। কিন্তু বলিউডে থেকে কাজ করা হয়ে উঠেনি বাংলা ছবির এই প্রথম সারির অভিনেত্রীর। সেই নিয়ে অবশ্য কোনও আফসোস নেই ঋতুপর্ণার।
আগামিতে তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। পথিকৃৎ বসুর ‘দাবাড়ু’তে থাকছেন ঋতুপর্ণা, এছাড়াও ‘ম্যাডাম সেনগুপ্ত’র মতো ছবির কাজ নিয়ে ব্যস্ত নায়িকা।