বাংলা নিউজ > বায়োস্কোপ > Rooqma-Rahul-Priyanka: ‘ওদের প্রথম যখন কথা হচ্ছে…!’, একসময় খেয়েছিলেন চুমু! রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে মুখ খুললেন রুকমা

Rooqma-Rahul-Priyanka: ‘ওদের প্রথম যখন কথা হচ্ছে…!’, একসময় খেয়েছিলেন চুমু! রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে মুখ খুললেন রুকমা

রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক জোড়া লাগা নিয়ে মুখ খুললেন রুকমা। 

করোনা আর লকডাউনের সময় থেকেই রাহুল মাঝেমাঝে ফেসবুকে তাঁর, প্রিয়াঙ্কার আর সহজের ছবি শেয়ার করে নিতে শুরু করেন। যা দেখে নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করে নেটিজেনরা। পরে রাহুলই জানিয়ে দেন, তাঁরা ফের এক ছাদের তলায় থাকছেন। 

প্রেমের গল্পের হ্যাপি এন্ডিং হলে কার না ভালো লাগে! ভেঙে গিয়ে জোড়া লাগার মধ্যে রেয়ছে এক অন্যরকমের আনন্দ। যা নিজের অনুরাগীদের দিয়েছেন টলিউডের জুটি রাহুল বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকার। সেই ‘চিরদিনই তুমি ষে আমার’ থেকে প্রেমের সূত্রপাত, তারপর বিয়ে আর সংসার পাতা। মাঝে অনেকটা বছর আলাদা থেকেছেন। বিচ্ছেদ চেয়ে দৌঁড়েছেন আদালতে বারবার। 

করোনা আর লকডাউনের সময় থেকেই রাহুল মাঝেমাঝে ফেসবুকে তাঁর, প্রিয়াঙ্কার আর সহজের ছবি শেয়ার করে নিতে শুরু করেন। যা দেখে অনেকের মনেই প্রশ্ন জন্মায়, তাহলে কি বিচ্ছেদ ভুলে এক হচ্ছেন? চলতি বছরের দোলে দুজনেই সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সঙ্গে রং খেলার ছবি শেয়ার করে নেন। যা দেখে মনে সন্দেহটা আরো জোরালো হয়। এরপর রাহুল সংবাদমাধ্যমকে সুখবরটা দিয়ে বলেন, ডিভোর্সটা হচ্ছে না। সংসারই পাতছেন তিনি আর প্রিয়াঙ্কা। ছেলে সহজের কথা মাথায় রেখেই এই নতুন করে পথ চলা। 

তবে এই বিচ্ছেদের লম্বা সময়ে রাহুল আর প্রিয়াঙ্কার নাম জড়িয়েছে একাধিকের সঙ্গে। বেশ কিছু সহ-অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেমের গুঞ্জন ছিল। এবং খবর ছিল, প্রিয়াঙ্কার প্রেমিক নাকি টলিউডের এক নামী প্রযোজক। রাহুলের নাম জড়ায় ‘দেশের মাটি’ করার সময় রুকমার সঙ্গে। তিনি রুকমার গালে চুমু খাচ্ছেন, এরকম একটা ছবিও দিনকয়েক আগে ভাইরাল হয়। রাহুল-রুকমার জুটি এতটাই ভাইরাল হয় যে দেশের মাটি-র পর তাঁদের নিয়ে বানানো হয় ‘লালকুঠি’ সিরিয়ালটি। 

যদিও রুকমা আর রাহুল বারবারই সেই সময় দাবি করেছিলেন কোনও রকম প্রেম তাঁদের মধ্যে নেই। রয়েছে শুধু বন্ধুত্ব। আর এবার প্রিয়াঙ্কা আর রাহুলের সম্পর্ত জোড়া লাগা নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন রুকমা। আনন্দবাজারকে জানালেন, ‘রাহুলদা আর প্রিয়াঙ্কার প্রথম যখন কথা হচ্ছে, তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দই তো হবে। রাহুলদার পাশে সবসময় আছি। ওরা দুজন সবসময় ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমি সত্যি খুশি।’

কাজের সূত্র, রাহুলকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এ। কেন্দ্রীয় চরিত্র না হলেও খুব ভালোবাসা পাচ্ছে রাহুলের চরিত্র। আর রুকমাকে দেখা যাচ্ছে কালার্স বাংলায় ‘রূপসাগরে মনের মানুষ’ মেগা সিরিয়ালে। অন্য দিকে, প্রিয়াঙ্কা বাংলা সিনেমা-সিরিয়ালে কাজ তো করছেনই। এখন খবর হিন্দিতেও তার কাজের কথা চলছে। 

বায়োস্কোপ খবর

Latest News

আরজি করের বিচার মিলছে না কেন? জেনেভা গিয়ে প্রশ্নের মুখে এস জয়শঙ্কর, জবাব কী এল? দেশের হয়ে মাঠে নামলে IPL-এর কোনও দাম নেই, জো রুটের থেকে খোঁচা খেয়ে শিখেছেন জুরেল ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন? মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে পালটা ‘হেনস্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর মাহি কা জলওয়া! আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…-রিপোর্ট মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.