বাংলা নিউজ > বায়োস্কোপ > Rubina Dilaik pregnancy rumours: অন্তঃসত্ত্বা অভিনেত্রী রুবিনা? এই ছবি ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে নেটিজেনদের

Rubina Dilaik pregnancy rumours: অন্তঃসত্ত্বা অভিনেত্রী রুবিনা? এই ছবি ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে নেটিজেনদের

অন্তঃসত্ত্বা অভিনেত্রী রুবিনা দিলাইক?

Rubina Dilaik pregnancy rumours: সত্য়িই কি অন্তঃসত্ত্বা রুবিনা? বেশ কিছু সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা নন। তবে নেটিজেনের একাংশ মনে করছেন, স্বামী অভিনব শুক্লার সঙ্গে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছেন রুবিনা।

অন্তঃসত্ত্বা টেলিভিশনের খ্যাতনামা অভিনেত্রী রুবিনা দিলাইক? অভিনেত্রীর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু হয়েছে নানা জল্পনার সূত্রপাত। নেটদুনিয়ায় বিশাল ফ্যান ফলোয়িং রুবিনার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই রুবিনার সাম্প্রতিক শেয়ার করা ছবি দেখে মনে করছেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা।

সত্য়িই কি অন্তঃসত্ত্বা রুবিনা? বেশ কিছু সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা নন। তবে নেটিজেনের একাংশ মনে করছেন, স্বামী অভিনব শুক্লার সঙ্গে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপন রেখেছেন রুবিনা। উল্লেখ্য, কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেছিলে অভিনেত্রী। সেখান থেকে নানা জল্পনার সূত্রপাত। সেখানে তাঁর পেট খানিকটা ফুলে থাকার ফলে সকলেই প্রশ্ন করতে শুরু করেন তিনি অন্তঃসত্ত্বা? সেই খবর রাতারাতি ছড়িয়ে হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

এই জল্পনা দেখে বিন্দুমাত্র চুপ থাকেননি অভিনেত্রী। সপাট মন্তব্য করে বসেন সোশ্যাল মিডিয়ায়। বিমান থেকে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ছবি পোস্ট না করলে প্রশ্ন, ছবি পোস্ট করলে বিতর্ক…’।

রুবিনা দিলাইকের ‘বেবি বাম্প’ স্পট করেছেন নেটিজেনরা

জন্মদিনের একগুচ্ছ ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুবিনা। ছবিতে রুবিনা এবং তার স্বামী অভিনব শুক্লাকে একটি গণেশ মূর্তির সামনে প্রার্থনা করতে দেখা গিয়েছে। রুবিনার পরনে গোলাপি সুতির কুর্তি। নেটিজেনের একাংশ অভিনেত্রীকে দেখে কমেন্টে তাঁর ফোলা পেট নিয়ে মন্তব্য করেছেন।

পোস্টের ক্যাপশনে রুবিনা লেখেন, ‘সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। অভিনব শুক্লা তুমি আমার ভালোবাসা’। নেটিজেনরা অভিনেত্রীর ছবি দেখে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ কমেন্ট বক্সে অভিনেত্রীর ফোলা পেট নিয়ে মন্তব্য করেছেন। তবে রুবিনাকে ঘিরে অন্তঃসত্ত্বার খবর রটা এই প্রথম নয়। অতীতেও বহুবার এই খবর রটতে দেখা গিয়েছে অভিনেত্রীর পোশাক দেখে।

 

বন্ধ করুন