৫ জুন সাড়ম্বরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এদিন অনেকেই নিজেদের মতো করে পরিবেশ দিবস পালন করেছেন। উদ্যোগ নিয়েছেন পরিবেশকে ভালো রাখার যত্নে রাখার। বাদ গেলেন না ছোট পর্দার জনপ্রিয় মুখ, রূপসা চট্টোপাধ্যায়।
অভিনেত্রী রূপসা এদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে জানান তিনি, তাঁর কিছু বন্ধু এবং সহকর্মীরা একত্রিত হয়ে একটি এনজিও তৈরি করেছেন নাম ‘হিয়ার টু কেয়ার’। আর তাঁদের প্রথম ক্যাম্পেইন এবং পথ চলা শুরু হয় এই বিশেষ দিনটি দিয়েই।
অভিনেত্রীর পোস্ট থেকেই জানা যায় যায় তাঁদের এই সংগঠনের প্রথম লক্ষ্য হল গোটা বাংলা জুড়ে ১ লাখ গাছ লাগানো। সেগুলোর যত্ন নেওয়া। তাঁদের এদিনের অনুষ্ঠানে, শুভ উদ্যোগে সামিল হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম।
মেয়র তাঁদের এই অনুষ্ঠানে এসে বলেন, 'শহরে সব কিছু থাকার পরেও যদি বাতাস ভালো না হয় সেটা বাসযোগ্য থাকে না আর। আর শহরটাই যদি বাসযোগ্য না হয় তাহলে অট্টালিকা, উন্নতি বানিয়ে কী লাভ? তাই একমাত্র উপায় হল গাছ লাগাতে হবে। আমরা আজ আছি, কাল নেই কিন্তু শহরটি তো থাকবে। সেটাকে ভালো রাখতে হবে।'
অভিনেত্রী নিজে এদিন একটি সাদা শার্ট এবং জিন্স পরে ছিলেন। অনুষ্ঠানের একাধিক ছবি, ভিডিয়ো পোস্ট করে রূপসা লেখেন, 'একজন দায়িত্ববান নাগরিক এবং মানুষ হিসেবে এটা আমার গর্ব বলে মনে করছি যে এই সমাজ এবং প্রকৃতিকে আমি অন্তত কিছু ফিরিয়ে দিতে পারছি। আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি আমার বন্ধু এবং কলিগদের সঙ্গে আমার এনজিও হিয়ার টু কেয়ার শুরু করছি। আর আমাদের প্রথম ক্যাম্পেইন হল গোটা বাংলা জুড়ে ১ লাখ গাছ লাগানো। সবাইকে ভালোবাসা এবং সাপোর্ট জানানোর জন্য ধন্যবাদ। মেয়র ফিরহাদ হাকিম এবং প্রিয়দর্শিনী হাকিমকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের অনেক শুভেচ্ছা জানাই।'
তাঁর এই পোস্টে অনেকেই যেমন বাহবা জানিয়েছেন, তেমনই অনেকে আবার রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রধান অতিথি হিসেবে আনার জন্য কটাক্ষ করেছেন। কেউ কেউ বলেছেন 'এতে আপনার উন্নতি তাড়াতাড়ি হলেও গায়ে রাজনীতির দাগ লেগে গেল।'
প্রসঙ্গত অভিনেত্রীকে এখন স্টার জলসার নতুন মেগা 'তুঁতে ধারাবাহিকে দেখা যাচ্ছে। এখানে তিনি খল নায়িকার চরিত্রে অভিনয় করবেন। ধারাবাহিকটি ৫ জুন থেকে শুরু হল। রোজ সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে এটি।