সদ্য মুক্তি পেয়েছে 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' ছবিটি। গান্ধীবাদী ঊষা মেহতার জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবির মূল প্রেক্ষাপট। বৃহস্পতিবার প্রাইম ভিডিও ইন্ডিয়ায় স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির।
মুক্তি পাওয়ার পর থেকেই নেটিজেনদের কু মন্তব্যের ঝড় বয়ে গিয়েছে এই ছবি ও সারা আলি খানকে নিয়ে। শেষমেশ সারাকে ট্রোল থেকে বাঁচাতে এগিয়ে আসেন সারার কাকিমা সাবা পতৌদি। নেটিজেনদের কু-মন্তব্যের জবাবে লেখেন, ‘কোনও কিছু না দেখা পর্যন্ত বিচার করবেন না। সারা আসলেই মেধাবী! মাহশাআল্লাহ।’
আরও পড়ুন: শুধু ওষুধ নয়! বিশেষ পথ্যেও কমবে ব্লাড সুগার, ঘরোয়া এই জিনিসগুলির নাম জেনে নিন
বৃহস্পতিবার, এই ছবির স্ট্রিমিংয়ের খবর সকলকে জানান করণ জোহর। করণ তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাদের জাতির এক হিরোর অনুপ্রেরণামূলক গল্প জানুন।’
তবে ছবিটি মুক্তি পাওয়ার আগেই এই ছবি নিয়ে চর্চা ঝড় ওঠে নেট মহলে। সারার অভিনয় প্রসঙ্গেও মন্তব্য করেন বেশ কয়েক জন। এক নেটিজেন এই প্রসঙ্গে জানান, ‘ছবির থিমটি আকর্ষণীয়, তবে আমি নিশ্চিত যে সারা আলি খান নিজের ওভারঅ্যাক্টিং দিয়ে ছবিটিকে ধ্বংস করবেন, আর সেটার জন্য অপেক্ষা করুন।’
আরও পড়ুন: সাপের বিষ মামলায় অভিযোগকারীদের উড়ো ফোন 'হুমকি' দিচ্ছেন এলভিস? দাবি পিএফএর ২ কর্মীর
এই ছবিতে ঊষা মেহতা নামে এক যুবতীর চরিত্রে অভিনয় করবেন সারা। যিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন শুরু করে ছিলেন। ইতিমধ্যেই বেশ চর্চায় এসে গিয়েছে এই ছবি। তবে এই ভূমিকায় সারাকে ‘বেমানান’ বলেই মতামত দিয়েছেন বেশিরভাগ নেটিজেন।
আরও পড়ুন: আর তর সইছে না...' কীসের জন্য অধৈর্য হয়ে পড়ছেন ভিকি?
নিজের চরিত্র সম্পর্কে এক বিবৃতিতে সারা জানান, 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান'-এ এমন একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করা আমার জন্য সম্মানের বাইরে। নিজের চরিত্রের চেতনাকে বদলে তার চেতনায় ডুব দেওয়া এবং তাঁকে যা যা অনুপ্রেরণা দিয়েছে সেগুলো বোঝা সত্যিই গর্বের।'
ইতিমধ্যেই প্রাইম ভিডিও ইন্ডিয়ায় স্ট্রিমিং শুরু হয়েছে এই ছবির। অল্প কয়েকদিনেই বেশ চর্চায় উঠে এসেছে সারা আলি খানের 'অ্যায় ওয়াতান মেরে ওয়াতান'।