চলতি সপ্তাহেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসাবে ২৫ বছর পূর্ণ করেছেন করণ জোহর। ১৫ই অক্টোবর ছিল কুছ কুছ হোতা হ্যায়-র রজত জয়ন্তীর সেলিব্রেশন। এই বিশেষদিনে ফ্যানেদের জন্য ছবির বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন করণ। হাজির ছিলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। যদিও দেখা মেলেনি ‘অঞ্জলি’ কাজলের। কুছ কুছ হোতা হ্যায় ছবিতে রাহুল-অঞ্জলি-টিনার পাশাপাশি সবার নজর কেড়েছিল অমনের চরিত্র। ক্যামিও রোলেই বাজিমাত করেছিলেন সলমন খান। আরও পড়ুন-জি লে জারা বিশ বাঁও জলে! ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিকুয়েলের ইঙ্গিত ফারহানের
কুছ কুছ হোতা হ্যায়-এর সাফল্যের পিছনে সলমনের অবদান কম নয়। যখন নবাগত পরিচালক করণের উপর থেকে সকলে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তখন পাশে দাঁড়ান সলমন। চিত্রনাট্য না শুনেই অমন চরিত্রটি করতে রাজি হয়েছিলেন ভাইজান। তারপর ২৫ বছর কাটলেও পরিচালক করণের কোনও ছবির হিরো হিসাবে পাওয়া যায়নি সলমনকে, তবে এবার শাপমোচন ঘটতে চলেছে! করণের ছবিতে অভিনয়ের জল্পনায় আগেই সিলমোহর দিয়েছেন সলমন। এবার এই নিয়ে মুখ খুললেন করণ জোহর।
পরিচালক সলমনের সঙ্গে কাজের ব্যাপারে পিঙ্কভিলাকে বলেন, ‘সবার প্রথম যেটা আমি বলতে চাই তা হল সলমন আর তাঁর গোটা পরিবারের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার বাবা সেলিম সাহাবের খুব কাছের মানুষ ছিলেন। আমি আগেও বলেছি, সলমন কুছ কুছ হোতা হ্যায় করতে রাজি হয়েছিল আমার বাবার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসার জন্য। সেই ব্যাপারটা আমি আজও ভুলিনি। এইটুকুই বলব এই মজবুত সম্পর্কটা হয়ত খুব শীঘ্রই সেলুলয়েডেও জায়গা পাবে। আমি কিছু বলছি না, আমি কিছু অস্বীকার করছি না। আসলে কিছু ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে। আমার বিশ্বাস সঠিক সময়েই সবটা বলা উচিত’।
আপ কি আদালতের মঞ্চে সলমন জানিয়েছিলেন,করণ নিজেই তাঁকে ধর্মা প্রোডাকশনের ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। আর তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। জানা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবিটি একটি বিনোদনমূলক ছবি। যে ছবির পরিচালনার জন্য বিষ্ণু বর্ধনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর। তবে এখনই প্রকাশ্যে কিছু জানাতে চান না করণ জোহর। অক্টোবর মাসে নাকি ছবির কাস্টিং শুরু করবন পরিচালক।
বক্স অফিসে করণের শেষ রিলিজ ছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ৩০০ কোটির ব্যবসা হাঁকিয়েছে এই ছবি। অন্যদিকে ‘কিসি কা ভাই,কিসি কি জান’-এর ব্যর্থতা কাটিয়ে সলমনের পাখির চোখ এখন টাইগার ৩। ১২ই নভেম্বর ফিরছে টাইগার।