বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলারের তালিকা থেকে গত তিন দশকে কাটা পড়েনি তাঁর নাম। ৫৬ গণ্ডি পেরিয়েও ঘোড়ি চড়লেন না ভাইজান। সলমনের মহিলা ভক্তের সংখ্যা অগুণতি, ইন্ডাস্ট্রির অন্দরেও তাঁর প্রশংসকের অভাব নেই। সম্প্রতি পায়েল শেট্টি সলমনের সঙ্গে একাধিক সেলফির কোলাজ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা দেখে চোখ কপালে নেটপাড়ার, আর সবচেয়ে অবাক করল সেই ছবিতে পায়েলের প্রেমিক বিশাল কোটিয়ানের মন্তব্য।
বিগ বস ১৫-র আফটার পার্টির ছবি এটি। এই শো-এর প্রতিযোগী ছিলেন বিশাল কোটিয়ান, সেখানে স্বাভাবিকভাবেই হাজির থাকতে দেখা গেল বিশালের গার্লফ্রেন্ডকে। এদিন সলমন পায়েলকে ভালোবাসায় ভরিয়ে দিলেন, বিশালের প্রেমিকার মাথায় আলতো চুমু দেখতেও দেখা গেল সলমনকে। ‘ওম শান্তি ওম’ ছবির ‘অজব সি’ গানের লাইন দিয়ে সলমনের সঙ্গে তোলা সেলফি গুলো পোস্ট করেন পায়েল। ক্যাপশনে লেখা, ‘আয়ি এয়সি রাত হ্যায় জো বহত খুশনসিব হ্যায়। চাহে জিসে দূর সে দুনিয়া, ওহ মেরে করিব হ্যায়’। (এমন একটা রাত এসেছে যা সৌভগ্য ডেকে এনেছে। যাকে গোটা দুনিয়া দূর থেকে ভালোবাসে, আজ সে আমার এত্তো কাছে'।
এই ছবির মন্তব্য বাক্সে বিশাল মজা করে লেখেন, ‘মনে হচ্ছে এবার আমাকে অজয় দেবগণ হতে হবে’। উল্লেখ্য, এখানে সলমন-অজয়-ঐশ্বর্য অভিনীত কালজয়ী ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এর প্রসঙ্গ টেনেছেন বিশাল। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে অজয় দেবগণ অভিনীত চরিত্রের নাম ছিল বনরাজ, বিয়ের পর যে সহজেই উপলব্ধি করেছিল তাঁর স্ত্রী নন্দিনী (ঐশ্বর্য) সমীর (সলমন)কে ভালোবাসে। তাই নন্দিনী ও সমীরের প্রেম যাতে পূর্ণতা পায়, সেই জন্য বউকে নিয়ে সূদূর ইতালি রওনা দিয়েছিল সে। এবার বিশালকেও অজয় দেবগণের জুতোয় পা গলাতে হবে বলে মন করছেন বিশালন নিজে!

বিগ বস ১৫-র পার্টিতে সলমনের সঙ্গে চুটিয়ে ছবি তুলেছেন বিশাল নিজেও। এবং তাঁর কথায়, সলমনের সান্নিধ্য, আর্শীবাদ আর ভালোবাসাই তাঁর কাছে বিগ বসের ট্রফি।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকেদেওয়া এক সাক্ষাত্কারে বিশাল জানিয়েছেন, ২০২০ সালেই বাগদান সেরে ফেলতেন তিনি ও পায়েল, তবে করোনা সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকমাসের মধ্যেই শুভ কাজ সেরে ফেলবেন তাঁরা।