গত বছরের শেষ, ৭ ডিসেম্বর সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন সন্দীপ্তা সেন। তবে বিয়ের পরপরই ফের ব্যস্ত হয়ে পড়েন সন্দীপ্তা-সৌম্য। কারণ, তাঁদের বিয়ের পরই মুক্তি পায় সন্দীপ্তার ওয়েব সিরিজ বোধন-২। শাখা-সিঁদুর পরেই বোধন ২-এর প্রচার সেরেছিলেন নায়িকা। আবার সৌম্যও ছিলেন কাজে ব্যস্ত। তাই সেভাবে আর মধুচন্দ্রিমায় যাওয়া হয়ে ওঠেনি সন্দীপ্তা-সৌম্যর।
মাঝে অবশ্য কিছুদিনের জন্য পরিবার ও বন্ধুদের নিয়ে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। তবে সেটাকে তো আর মধুচন্দ্রিমা বলা যায় না! অবশেষে মধুচন্দ্রিমার জন্য ফুরসত মিলেছে তাঁদের। ছুটি পেতেই ইউরোপের পছন্দের দেশে উড়ে গিয়েছেন তাঁরা। কোথায় গিয়েছেন সন্দীপ্তা-সৌম্য?
সন্দীপ্তা সেনের ইনস্টাস্টোরি বলছে মধুচন্দ্রিমা কাটাতে প্যারিসে উড়ে গিয়েছেন তাঁরা। বিমানে যাওয়ার সময় জানালা থেকে তোলা এক টুকরো ছবি পোস্ট করেছেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে উজ্জ্বল প্যারিসের শহর, দূর থেকে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। আর সঙ্গে পার্সপোর্টের ছবি পোস্ট করেন অভিনেত্রী। আবার প্য়ারিসে পৌঁছে বরের সঙ্গে রোম্যান্টিক, সুস্বাদু ডিনার সারার এক টুকরো ঝলকও পোস্ট করেন অভিনেত্রী।
এদিকে ইউরোপে উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সন্দীপ্ত-সৌম্য লেন্সবন্দি হয়েছিলেন টলি অনলাইনের ক্যামেরায়। দুজনকেই দুটো ট্রলি নিয়ে বিমানবন্দরে ঢুকতে দেখা যায়।
এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই সন্দীপ্তা সেনকে দেখা যাবে ‘আপিস’ নামক একটা ছবিতে। এই ছবিটির পরিচালনা করেছেন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। এখানে উঠে আসবে দুই নারীর গল্প। শুটিং শেষ হওয়ার পর সেই ছবির আপডেট দিলেন খোদ অভিনেত্রী।
সন্দীপ্তা সেনের পোস্ট থেকেই জানা গিয়েছে এই ছবিতে তিনি ছাড়াও দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে। সঙ্গে দেখা যাবে কিঞ্জল নন্দাকেও। আপিস ছবিতে সন্দীপ্তার চরিত্রের নাম জয়িতা সান্যাল।