বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara Ali Khan on Ibrahim: দিদির দেখানো পথেই হাঁটছেন ইব্রাহিম, আবেগঘন বার্তায় সারা বললেন, 'ওকে মায়ের মতোই আগলাই'

Sara Ali Khan on Ibrahim: দিদির দেখানো পথেই হাঁটছেন ইব্রাহিম, আবেগঘন বার্তায় সারা বললেন, 'ওকে মায়ের মতোই আগলাই'

ইব্রাহিমের প্রসঙ্গে আবেগঘন সারা

Sara Ali Khan on Ibrahim Ali Khan: ভাইয়ের প্রথম কাজের খবর নিজেই ভাগ করে নিলেন সারা। জানালেন বাবা, মা এবং দিদির দেখানো পথেই হাঁটতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম। ইতিমধ্যেই তিনি তাঁর প্রথম ছবির শ্যুটিং শেষ করেছেন বলেও জানান অভিনেত্রী।

আদর্শ ভাই বোন, বা ওই আজকালকার ভাষায়, সিবলিং গোলের আল্টিমেট উদাহরণ কিন্তু সারা এবং ইব্রাহিম। তাঁরা যেমন একে অন্যকে নিয়ে মজা করেন, তেমনই একাধিক পারিবারিক মুহূর্তে একে অন্যের সঙ্গে সময় কাটান। আবার তাঁরা কেউই কাউকে প্রশংসা করার সুযোগ পেলে ছাড়েন না। এমন অবস্থায় ভাইয়ের প্রথম কাজের কথা ঘোষণা না করলে চলে?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সারা জানিয়েছেন তাঁর ভাই বাবা, মা এবং তাঁর দেখানো পথেই হাঁটতে চলেছেন। তিনি বলিউডে ক্যামেরার সামনে ডেবিউ করছেন। অভিনেতা হিসেবে এবার আত্মপ্রকাশ করবেন সইফ পুত্র ইব্রাহিম। যদিও এটা তাঁর প্রথম কাজ নয় ঠিক, ক্যামেরার পিছনে তিনি এর আগে করণ জোহরের সঙ্গে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে কাজ করেছেন। এই ছবিতে তিনি করণ জোহরকে অ্যাসিস্ট করেছেন। তবে এবার আর পর্দার পিছনে নয়, ক্যামেরার সামনেই ধরা দিয়েছেন তিনি। আর সেই খবর জানালেন তাঁর দিদি স্বয়ং। সারার কথা অনুযায়ী ইতিমধ্যেই প্রথম ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন ইব্রাহিম।

সারা আলি খানকে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল। তিনি সদ্যই ফিল্ম কম্প্যানিয়নকে তাঁর মায়ের একাধিক গুণের অধিকারী বিষয়ে জানান। সেখানে তিনি বলেন, 'আমার মা শক্তির ডেফিনিশন বলতে যা বোঝায় ঠিক তাই। উনি ইমোশনালি ভীষণ স্ট্রং। আমি তাঁর মতো এখনও শান্ত, ধৈর্যশীল না হলেও, ইমোশনাল বটেই। আর সেটা আমি তখন আরও বেশি করে বুঝতে পারি যখন ইব্রাহিম বাড়ি ফেরে।'

এরপরই কথায় কথায় তিনি জানান ইব্রাহিম ইতিমধ্যেই তাঁর প্রথম ছবির শ্যুটিং শেষ করেছেন। নায়িকা তাঁর বক্তব্যে বলেন, 'আপনি জানেন ও সদ্যই ওর প্রথম ছবির শ্যুটিং শেষ করল অভিনেতা হিসেবে। আমি তো ভাবতেই পারছি না। ইব্রাহিম স্কুল থেকে ফিরলে যেমন করতাম, এখন ও শুট থেকে ফিরলে তেমন করি। আমি বুঝি আমি আমার মায়ের মতো হৃদয় পেয়েছি কারণ আমরা দুজনেই ইব্রাহিমকে একই রকম ভাবে দেখি, আগলে রাখি।'

কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার ডেবিউ সারলেন সারা। আর সেখানে তিনি ভারতীয় ঐতিহ্যকে নিজের সাজের মধ্যে তুলে ধরেছিলেন। তাঁর প্রতিটা লুক সেখানে নজর কেড়েছে। এবার সামনেই তান নতুন ছবি ‘জারা হাটকে জারা বাচকে’ মুক্তি পেতে চলেছে। তাঁর সঙ্গে এই ছবিতে ভিকি কৌশলকে দেখা যাবে। এছাড়া জগন শক্তির ‘এ মেরে ওয়াতান’ ছবিতেও তিনি থাকবেন। হোমি আদাজানিয়ার ‘মার্ডার মুবারক’ ছবিতেও তাঁকে দেখা যেতে চলেছে আগামীতে।

বন্ধ করুন