‘জওয়ান’ -এর নেশায় বুঁদ গোটা দেশ। ভোর সাড়ে পাঁচটার শো হোক বা রাত ১২ টার, হলে ‘জিন্দা বান্দা’ বা ‘চালেয়া’ বাজলেই একাধিক জায়গায় দর্শকরা সিট ছেড়ে নাচানাচি শুরু করে দিচ্ছেন। আর এই ছবির এই দুই সব থেকে জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হল ‘চালেয়া’ যা শাহরুখ ভক্ত তো বটেই সাধারণ মানুষের মন জিতে নিয়েছে। কিন্তু এই গানটাই যদি বাংলায় হতো তাহলে কেমন হতো? সেটারই এক ঝলক শেয়ার করলেন খোদ শিল্পা রাও।
‘জওয়ান’ ছবির ‘চালেয়া’ গানটি আদতে গেয়েছেন অরিজিৎ সিং এবং শিল্পা রাও। গানটি লিখেছেন কুমার এবং কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। আর কোরিওগ্রাফি করেছেন স্বনামধন্য ফারাহ খান। এই গানের হুকআপ স্টেপে মজেছেন অনেকেই। কিন্তু যেমনটা বলছিলাম গানটা যদি বাংলায় হতো তাহলে কী হতো? বাংলা রিয়েলিটি শো সারেগামাপা খ্যাত রাহুল দত্ত এই গানটির বাংলা ভার্সন পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেটাই নজরে আসে গায়িকা শিল্পা রাওয়ের।
রাহুলকে গিটার বাজিয়ে ‘চালেয়া’র বাংলা ভার্সন গাইতে দেখা যায়। 'তোকে শুধু মন দিয়েছি, তোর হয়েছি, তোর বারণে তোর হয়েছি ও... তোরই প্রেমে রোজ পড়েছি, রোজ হেরেছি, খুব খুঁজেছি তোর আড়ালে ও... আমাকে বল না একবার শুধু বল না বাসব ভালো তোকে যে অকারণে....' তাঁর লিরিক্স যে বেশ মন ছুঁয়ে যাওয়া সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: জওয়ানে শাহরুখের বডি ডাবল কে ছিলেন জানেন? হাড়হিম করা হাঁড়ির খবর ফাঁস করলেন তিনি
আরও পড়ুন: কৃত্রিম পায়ে জওয়ানের গানে নাচ বাঙালি তরুণীর, আপ্লুত শিল্পা রাও
রাহুলের এই গান শেয়ার করে শিল্পা রাও লেখেন 'চালেয়ার বাংলা ভার্সনটা বেশ ভালো লাগল। খুব ভালো রাহুল দত্ত।' হ্যাঁ, তিনি বাংলাতেই প্রশংসা করেন রাহুলের। ইতিমধ্যেই এই ভিডিয়ো লক্ষাধিক ভিউজ পেয়েছে। শেয়ার হয়েছে কয়েক হাজারবার। রাহুল নিজেও গায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর গানটি শেয়ার করার জন্য।
অনেকেই এই ভিডিয়োতে রাহুলের প্রশংসা করেছেন। এক ব্যক্তি লেখেন 'দারুণ লাগল গানটা।' আরেকজন লেখেন, 'কী সুন্দর লিরিক্স, তেমনই ভালো গাইল।'