বাংলা নিউজ > বিষয় > Chaleya
Chaleya
সেরা খবর
সেরা ভিডিয়ো

অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রিহানা। জামনগরের সেই পার্টি থেকে সেই পপ তারকারই একটা ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বুধবার টুইটারে উঠে আসা একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে, পার্টিতে চলছে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ‘চালেয়া’ গান। আর সেই গানেই ঠোঁট নাড়তে নাড়তে কোমর দোলাতে দেখা যাচ্ছে রিহানাকে। পরনে চকচকে পিচ রঙের ড্রেস। রিহানার মাথা থেকে গলা পর্যন্ত ছিল ওড়না জড়ানো। পার্টিতে চালেয়া গানে দুলতে দুলতে পানীয় উপভোগ করতে দেখা যায় পপ তারকাকে।এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে যায়।