নাহ সময়টা বিশেষ ভালো যাচ্ছে না কার্তিক-কিয়ারার। শুরুটা ভালো হলেও পরে ক্রমাগত পড়তে শুরু করেছে 'সত্যপ্রেম কি কথা'র ব্যবসা। গত দুই সপ্তাহ ধরেই ছবির ব্যবসা ক্রমাগত পড়েছে। চলতি সপ্তাহে ছবির ব্যবসার হাল আরও করুণ। কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানির ছবির ব্যবসা বুধবার মাত্র ১.২৫ কোটিতে নেমে এসেছে।
সত্যপ্রেম কি কথা বক্স অফিস
Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘সত্যপ্রেম কি কথা’ বুধবার দেশের বক্স অফিসে ১.২৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে এই ছবির ব্যবসা ৭১.৪১ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। যেখানে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ৫৩.২১ কোটি টাকা আয় করেছিল। সব মিলিয়ে কার্তিক-কিয়ারার ছবি ‘ভুলভুলাইয়া-২’-এর তুলনায় অনেক কম। ‘ভুলভুলাইয়া-২’ শুধুমাত্র দেশের বক্স অফিসেই আয় করেছিল ১৮৫ কোটি টাকা। এরপর কার্তিকের 'শেহজাদা'র বক্স অফিস কালেকশনও ছিল বেশ খারাপ মাত্র ৩২ কোটি টাকা।
সূত্রের খবর, এবার হয়ত সিনেমাহল থেকে কার্তিক-কিয়ারার 'সত্যপ্রেম কি কথা' তুলে নেওয়া হতে পারে। অর্থাৎ এইসপ্তাহেই থামতে পারে কার্তিক-কিয়ারার এই ছবির পথ চলা।
আরও পড়ুন-'এখনও ক্ষমা করিনি', শেখর কাপুরের সঙ্গে বিয়ে ভাঙায় প্রীতিকেই দায়ী করেন সুচিত্রা
আরও পড়ুন-শেখর ছিল বুড়ো! মা পায়ে ধরেছিল এই বিয়ে না করতে, নিজেই নিজের ক্ষতি করি: সুচিত্রা
আরও পড়ুন-‘ও আমায় ঠকিয়েছে’, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সুচিত্রার হাজারো অভিযোগে মুখ খুললেন শেখর
আরও পড়ুন-কিশোরী বয়সে রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ে অস্বস্তিতে পড়েন হেমা মালিনীর
কার্তিকের নতুন ছবি
এদিকে 'সত্যপ্রেম কি কথা'র পর ফের নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন কার্তিক। কবীর খানের ‘চান্দু চ্যাম্পিয়ন’- ছবিতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবির সেটে মেঝে বসে একটি ছবি পোস্ট কেরেছেন কার্তিক। তাঁর পাশের চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে পরিচালককে। ছবির সেট থেকে ক্ল্যাপারবোর্ড হাতে ছবি দিয়ছেন কার্তিক আরিয়ান। লিখেছেন, 'শুভরম্ভ৷ আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করতে চলেছি৷
জানা যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে কার্তিকের এই ছবি। এক ব্যক্তি যিনি কিনা আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিলেন তাঁর গল্প বলবে ‘চান্দু চ্যাম্পিয়ন’। ছবির শ্যুটিং শুরু হয়েছে লন্ডনে।