ভয়াবহ দুর্ঘটনার কবলে অভিনেতা সায়ক চক্রবর্তী। স্টার জলসার রামপ্রসাদ থেকে শুরু করে সান বাংলার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিক সহ একাধিক ধারাবাহিকে তিনি বর্তমানে কাজ করছেন। এদিন পরিবারের সঙ্গে গাড়ি করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। চালকের আসনে ছিলেন অভিনেতা নিজেই। এখন কেমন আছেন তাঁরা? কী করেই বা অ্যাকসিডেন্ট হয় জানালেন সায়ক।
আরও পড়ুন: পায়েলের বিপরীতে এবার পরমব্রত! কোথায় কবে থেকে শুরু হচ্ছে জিনাত আমানের বায়োপিকের শ্যুটিং?
কী করে দুর্ঘটনাটি ঘটে?
এদিন তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, 'আমরা বারুইপুর বাইপাসের রথতলার ক্রসিংয়ে ছিলাম। আমাদের সিগন্যাল সবুজ ছিল। অন্যদিকে থেকে দুরন্ত গতিতে আরেকটা গাড়ি ছুটে আসছিল। আমি কোনও মতে ব্রেক কষি। নইলে গাড়ির পেটে এসে মারত। গাড়ির সামনে লেগেছে ব্রেক কষায়।' তিনি এদিন আরও জানান, 'আমি চালকের আসনে ছিলাম, পাশে বৌদি ছিল। পিছনে মা আর দাদা। যদি গাড়িটা আমাদের গাড়ির পেটে মারত তাহলে মা আর বৌদির বড় ক্ষতি হতে পারত।'
আরও পড়ুন: 'এখনও ছাড়িনি, কিন্তু...' বিজেপির সঙ্গে সম্পর্ক অটুট, তবে কি লোকসভায় লড়ছেন পার্ণো?
এদিন সায়ক দুর্ঘটনার স্পট থেকেই একটি ভিডিয়ো বানিয়ে পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের গাড়ির বনেট সহ সামনের দিকটা প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলে গিয়েছে নম্বর প্লেট। দুর্ঘটনার ভয়াবহতায় শিহরিত হতে দেখা যায় তাঁর দাদাকে। কিন্তু কেমন আছেন তাঁরা এখন?
আরও পড়ুন: পথের মাঝে আচমকা কিছু সামনে এলে অ্যালার্ম দেবে চশমা! দাদাগিরিতে খুদেদের কীর্তিতে চমকিত সৌরভ
কেমন আছেন সায়ক এবং তাঁর পরিবার?
সায়ক জানান তাঁরা সকলেই ঠিক আছেন। সুস্থ আছেন। অভিনেতার কথায়, 'মনে হল আমাদের গাড়িটা কেউ পিছন দিক থেকে ধরে রেখেছে। নইলে সামনে দিয়ে ধাক্কা মারল গাড়ি ঘুরে যাওয়ার কথা ছিল। কিছু হয়নি। আমাদের কারও কিছু হয়নি। এমনকি আমরা ভেবেছিলাম উল্টো দিকের গাড়িতে যাঁরা আছেন তাঁরা বোধহয় কেউই বেঁচে নেই, কারণ ওই গাড়িটা চারবার ভোল্ট খেয়েছিল, উল্টে গিয়েছিল। কিন্তু পরে দেখি কেবল চালক ছিলেন, এবং অবাক করা ভাবে তিনিও সুস্থ আছেন। তাঁর কেবল হাঁটু আর হাতে সামান্য কেটে গিয়েছে। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই না।'