বাংলা নিউজ > বায়োস্কোপ > SRK hints Jawan 2: ‘বাকিদের সুইস ব্যাঙ্কের কালো টাকাও…’, ‘জওয়ান ২’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন শাহরুখ?

SRK hints Jawan 2: ‘বাকিদের সুইস ব্যাঙ্কের কালো টাকাও…’, ‘জওয়ান ২’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন শাহরুখ?

আভাস দিলেন শাহরুখ 

SRK hints Jawan 2: জওয়ান-এর বাঁধভাঙা সাফল্য, এর মাঝেই জওয়ান ২ নিয়ে বড়সড় আভাস দিলেন শাহরুখ খান। ছবির স্পয়লার ফাঁস করা নিয়েও রাখলেন নিজের মতামত।

চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে কামব্যাক করেছিলেন শাহরুখ খান। বুঝিয়ে দিয়েছিলেন ৫৭-তেও ফুরিয়ে যাননি তিনি। রোম্যান্টিক হিরো নয়, অ্যাকশন হিরো হিসাবে শাহরুখকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক। ‘জওয়ান’-এ নিজেই নিজেকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বাদশা। বক্স অফিস ব্যবসার নিরিখে প্রথম তিনদিনই ‘পাঠান’কে ছাপিয়ে গিয়েছে ‘জওয়ান’। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর মঞ্চে নিয়মিত ভক্তদের প্রশ্নের জবাব দিচ্ছেন শাহরুখ, জানিয়েছেন কৃতজ্ঞতাও। ‘জওয়ান’-এর সাফল্যের মাঝেই এবার ‘জওয়ান ২’-র ইঙ্গিত দিয়ে ফেললেন তারকা!  আরও পড়ুন-টুকলির অভিযোগ উড়িয়ে গোটা বিশ্বে ২ দিনে ২০০ কোটি! লক্ষ্মী-যোগ অটুট ‘জওয়ান’ শাহরুখের

অ্যাটলির নায়কের উদ্দেশে এক অনুরাগী লেখেন- ‘স্যার, আমি কোনওরকম স্পয়লার দিতে চাই না, কিন্তু শেষে যে বক্তব্যটা ছিল তা অসাধারণ!!!’ এর দীর্ঘ জবাবে শাহরুখ লেখেন- ‘আরে তাতে কোনও স্পয়লার নেই, আর দেশের ভালোর জন্য সব স্পয়লারও মাফ করে দিলাম। সবার উচিত ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করা এবং দায়িত্বশীলভাবে সেই কাজটা করা উচিত। কিন্তু এটা ছাড়া বাকি ছবি নিয়ে কোনওরকম স্পয়লার আমিও দেব না আর দয়া করে তুমিও কাউকে কিছু বলো না প্লিজ’।

শাহরুখের এই ছবিতে নায়িকা চরিত্রে রয়েছেন নয়নতারা। আর ভিলেন কালী হিসাবে দেখা মিলেছে বিজয় সেতুপতির। অসাধু অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অ্যাটলির নায়ক কখনও বিক্রম রাঠৌর, কখনও বা সে আজাদ। সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছে সে, লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে। #AskSRK সেশনে এক শাহরুখ ভক্ত লেখেন- ‘স্যার, কালীর সঙ্গে কেন চুক্তি করে নিলেন না? আমি বিজয় সেতুপতি স্যারের বড় ভক্ত’।

পালটা জবাবে শাহরুখ বলেন, ‘আমিও বিজয় সেতুপতির অনুরাগী। কালীর কালো টাকা তো এই ছবিতে নিয়ে নিয়েছি। এ বার দেখো, অন্যদের সুইস ব্যঙ্কের টাকাও নিয়ে নেব। শুধুমাত্র ভিসার অপেক্ষায় রয়েছি।’

শাহরুখের এই মন্তব্যের পর থেকে নেটপাড়ায় জোর চর্চা তবে কি ‘জওয়ান’-এর সাফল্যের মাঝেই ছবির দ্বিতীয় ভাগের আভাস দিয়ে দিলেন শাহরুখ? 

মাত্র তিনদিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৫০ কোটির গণ্ডি পার করে ফেলেছে এই ছবি। দেশের মার্কেটে ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হয়েছে ২০২.৭৩ কোটি টাকার। এ থেকেই প্রমাণিত ‘জওয়ান’ ঘিরে কতটা উত্তেজিত শাহরুখ ভক্তরা। ২০২৩-এ শাহরুখ খানের দ্বিতীয় মেগা রিলিজ ‘জওয়ান’। আর গোটা বিশ্ব এখন মজে রয়েছে শাহরুখ খান ম্যাজিকে! কেন তিনি বক্স অফিসের কিং খান তা প্রমাণ করে দিয়েছেন ৫৭ বছর বয়সী তারকা। চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। আক্ষরিক অর্থে ‘মাস হিরো’ কাকে বলে দেখিয়ে দিয়েছেন বাদশা। বক্স অফিসে অপ্রতিরোধ্য শাহরুখ খান।

বন্ধ করুন