শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। আর তারপর গোটা দেশ তো বটেই বিশ্বের যেখানে যত কিং খান ভক্ত আছেন সবাই শাহরুখ ম্যাজিকে ভেসে গিয়েছেন। অ্যাটলি পরিচালিত এই ছবি দর্শকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছে। আর হবে নাই বা কেন এই ছবির মাধ্যমে যে ছবির নির্মাতারা একাধিক মেসেজ দিয়েছেন। যদিও ছবি মুক্তির আগে থেকেই চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের বাদশার দ্বিতীয় ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। আর সেটারই প্রভাব ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দেখা গিয়েছে। যেদিন ছবিটি মুক্তি পায় সেদিনই এটা ৭৫ কোটি টাকার ব্যবসা করে। মাত্র চারদিনে বিশ্বজুড়ে ৫০০ কোটি টাকা আয় করে তাক লাগিয়ে দেয় শাহরুখের ছবি। হল ফেরত দর্শকদের মুখে প্রশংসা শোনা গিয়েছে ‘জওয়ান’-এর। কিন্তু হঠাৎ এমন কী হল যে এই হলের দর্শকরা ‘জওয়ান’ দেখে রীতিমত ক্ষেপে গেলেন! আবার তার সঙ্গে টিকিটের টাকাও ফেরত চাইলেন?
ইংল্যান্ডের ঘটনা এটি। সম্প্রতি ইনস্টাগ্রামে ইংল্যান্ডবাসী এই যুগল তাঁদের ‘জওয়ান’ দেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সেখানে তাঁরা তাঁদের একটি সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার (নাকি দুর্ঘটনা) কথা তুলে ধরেছেন। তাঁরা ভিডিয়োতে জানিয়েছেন যে শাহরুখের এই ছবি নিয়ে তাঁরা দারুণ উৎসাহী ছিলেন, তুমুল উৎসাহ নিয়েই দেখতে গিয়েছিলেন শাহরুখ খানের ছবি। কিন্তু হলে ঢোকার পরই ঘটে বিপত্তি। ছবি শুরু থেকে নয়, বরং ক্লাইম্যাক্স থেকে দেখানো শুরু হয়েছিল সেই শোতে। প্রথম ভাগের বদলে হল কর্তৃপক্ষ দ্বিতীয় ভাগ আগে চালিয়ে দিয়েছিলেন। ফলে ছবি দেখার যে মজা সেটাই পুরো নষ্ট হয়ে যায়। হল কর্তৃপক্ষের ভুলের মাশুল গুনতে হয় দর্শকদের। ছবির দেখার আনন্দ একেবারেই মাটি হয়ে গিয়েছে। ফলত তাঁরা রেগে গিয়ে রীতিমত টিকিটের দাম ফেরত চেয়েছেন।
আরও পড়ুন: জওয়ান সফল হতেই আগামী পরিকল্পনা ফাঁস অ্যাটলির, সলমন-আমির-হৃতিকের সঙ্গে কাজ করতে আগ্রহী পরিচালক
আরও পড়ুন: জওয়ান ২ আসছে? জল্পনা উসকে কী বললেন সানিয়া?
এই ভিডিয়ো পোস্ট করে সেই মহিলা লেখেন, 'ট্রোল হয়ে গেলাম। বহু বছর শাহরুখ খানের ছবি দেখতে গিয়ে কী হল দেখুন।' এই পোস্টেই তিনি টিকিটের দাম ফেরত চেয়েছেন।
তবে ইংল্যান্ডে এমন ঘটনা ঘটলে বিশ্বের অন্যান্য প্রান্তে কিন্তু রমরমিয়ে ব্যবসা করছে শাহরুখের ‘জওয়ান’। আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়া, সর্বত্র ছবিটা এক। আর সেটার প্রভাব সোজাসুজি বক্স অফিসে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।