বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanya Malhotra on Jawan 2: জওয়ান ২ আসছে? জল্পনা উসকে কী বললেন সানিয়া?

Sanya Malhotra on Jawan 2: জওয়ান ২ আসছে? জল্পনা উসকে কী বললেন সানিয়া?

জওয়ান ২ নিয়ে কী বললেন সানিয়া?

Sanya Malhotra on Jawan 2: মুক্তি পাওয়ার পর সবে মাত্র এক সপ্তাহ কেটেছে এর মধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছে জওয়ান। এবার কি তবে জওয়ান ২ আসতে চলেছে? কী বলছেন ডক্টর ইরাম ওরফে সানিয়া মালহোত্রা।

বক্স অফিস ওলোট পালোট করে ব্যবসা করে চলেছে জওয়ান। প্রতিদিনই যেন একটা নতুন রেকর্ড ভাঙছে শাহরুখ খানের এই ছবি। সকলের প্রত্যাশা মতোই মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক ব্যবসা করছে অ্যাটলি পরিচালিত এই ছবি। তবে কেবল ব্যবসার দিক দিয়ে নয়, এই ছবির মাধ্যমে যে বার্তা দিতে চেয়েছেন ছবির নির্মাতারা সেটা নিয়েও আলোচনা তুঙ্গে। আর সঙ্গে কিং খান ম্যাজিক তো আছেই। ফলে সবটা মিলিয়ে কিং খানের জওয়ান এখন আলোচনার হট কেক। যেভাবে এই ছবিতে বাস্তবের ছোঁয়া মিশিয়ে গল্প বলেছেন অ্যাটলি তাতে অনেকেই চাইছেন যাতে এই ছবির দ্বিতীয় ভাগ আসে। কিন্তু এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, ডক্টর ইরাম ওরফে সানিয়া মালহোত্রা কী বলছেন?

পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সানিয়া মালহোত্রা জওয়ান নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন মানুষ যেভাবে ছবিটাকে ভালোবাসায় ভরিয়ে তুলছে তাতে এটুকু স্পষ্ট যে তাঁরা এই ছবি দেখে কতটা মুগ্ধ হয়েছেন। শুধু তাই নয়, তিনি আরও বলেন যে তিনি নিজেও এই ছবির একটি এক্সটেন্ডেড বা বলা ভালো এটার দ্বিতীয় পার্ট দেখতে চান। পর্দার ডক্টর ইরাম আশা করছেন যে পরিচালক অ্যাটলি এবং শাহরুখ খান মিলে নিশ্চয় জওয়ান ২ নিয়ে আসবেন এবং আবারও তাঁকে সেখানে কাস্ট করবেন।

আরও পড়ুন: শাহরুখের বাড়ির সামনে ঘুরঘুর করা থেকে স্ক্রিন শেয়ার করা, স্ট্রাগলের কাহিনি শোনালেন সানিয়া

আরও পড়ুন: জওয়ান সফল হতেই আগামী পরিকল্পনা ফাঁস অ্যাটলির, সলমন-আমির-হৃতিকের সঙ্গে কাজ করতে আগ্রহী পরিচালক

সানিয়া মালহোত্রা তাঁর কেরিয়ারের শুরুটা করেছিলেন আমির খানের হাত ধরে। তিনি মিস্টার পারফেকশনিস্টের দঙ্গল ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। কিন্তু হলে কী হবে তিনি যে আদ্যোপান্ত কিং খানের ফ্যান সেটা বারবার বলেছেন। জওয়ান মুক্তির দিন তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন যা তিনি দঙ্গলের শুটিংয়ের সময় রেকর্ড করেছিলেন। এই ভিডিয়োতে তাঁকে কভি আলভিদা না কেহনা ছবির শাহরুখের বিখ্যাত মিতওয়া পোজ করতে দেখা যাচ্ছে। এটি পোস্ট করে তিনি লেখেন, 'ইতনি সি সিদ্দত সে ম্যায়নে ম্যানিফেসট কিয়া হ্যায় কী হর জররে নে ইয়ে ফুলফিল করনে কী সাজিশ কী হ্যায়। কেহতে আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসসে তুমসে মিলানে কী কোশিশ মে লগ জাতি হ্যায়।'

তবে একা সানিয়া নন, এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ প্রিয়ামণিও এই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, 'এই ছবিতে যেহেতু কেবল আমাদের তিনজনের গল্প দেখানো হয়েছে তাই অনুমান করছি জওয়ান ২ আসতে পারে বাকিদের গল্প বলার জন্য। যদিও সবটাই নির্ভর করছে পরিচালক এবং শাহরুখ স্যারের উপর।'

বন্ধ করুন