বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Review: কিং খানের দাপটে ঘুম ভাঙল ‘সরকার’-এর, জওয়ানে কি মিশে গেল রিল ও রিয়েল?
পরবর্তী খবর

Jawan Review: কিং খানের দাপটে ঘুম ভাঙল ‘সরকার’-এর, জওয়ানে কি মিশে গেল রিল ও রিয়েল?

দেশকে বাঁচাতে জওয়ান রূপে হাজির শাহরুখ

Jawan Review: মুক্তি পেল শাহরুখ খান অভিনীত জওয়ান। অ্যাটলি পরিচালিত এই ছবি কেমন লাগল জানাচ্ছে HT বাংলা।

জামা কেনা হোক বা ফোন, গাড়ি, বাড়ি কিংবা সামান্য মাসকাবারির চাল কেনা, সবেতেই হাজারো প্রশ্ন করি আমরা, ভালো হবে তো, ছেঁড়া বা খারাপ হবে না তো? ইত্যাদি প্রভৃতি। প্রচ্ছন্ন হুমকিও দিতে ভুলি না দোকানদারকে, ‘খারাপ হলে কিন্তু ফেরত দিয়ে যাব’ বা 'বুঝে নেব।' আর পাঁচ বছরের জন্য যখন সরকার নির্বাচন করি তখন কতবার ভাবি বা জিজ্ঞেস করি নিজেকে? আদৌ করি কি? অল্প কথায় জওয়ানের রিভিউ বললে এই প্রশ্নের উত্তরটুকু।

এবার আসি বাকি বক্তব্যে। লম্বা বিরতি কাটিয়ে এ বছর ফের বড় পর্দায় ফেরার পর শাহরুখের দ্বিতীয় ছবি জওয়ান কেমন হল, কী নিয়েই বা হল এই ছবি জানাচ্ছে HT বাংলা। পাঠান ছবি নিয়ে অনেক বিতর্ক, অনেক কিছু হয়েছিল, আর জওয়ান যেন পুরো আউট অব সিলেবাস এসে প্রতি বলে ছক্কা হাঁকিয়েছে।

কৃষক আত্মহত্যা থেকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বা সমাজের অধঃপতন সবটাই, বলা ভালো সমাজের, সরকারের প্রতিটা সমস্যাকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। সরকার বড় বড় ব্যবসায়ীদের সাহায্য করলেও, তাঁদের ঋণ মকুব করলেও বা তাঁরা ঋণ নিয়ে বিদেশ পালিয়ে গেলেও কিচ্ছুটি করতে পারে না অনেক সময়। এদিকে কৃষকদের সুদ দিতে দেরি হলে তাঁদের উপর ব্যাংক কর্মীরা অকথ্য অত্যাচার চালায়। কিন্তু এই চলতে থাকা অবক্ষয় আটকাবে কে? কেই বা প্রতিরোধ করবে অন্যায়ের? আর কীভাবে?

আরও পড়ুন: কোথাও মাথায় পট্টি বেঁধে তো কোথাও শেল ফাটিয়ে ঢোল বাজিয়ে- জওয়ান উৎসবে সামিল শাহরুখ ভক্তরা

বহু ছোটবেলায় আমরা রবিন হুডের গল্প পড়ে এসেছি। সেটার আঙ্গিকেই এই ছবিতেও ভয় দেখিয়ে চলে অন্যায়কে আটকানোর প্রচেষ্টা। কিন্তু আদতে এই মুখোশধারী কে? কোথা থেকেই বা তাঁর এই ৬ সঙ্গীকে পেলেন? কীই বা তাঁদের ইতিহাস? সেটা বলে দিলে তো সিনেমা দেখতে যাওয়া অর্থহীন। এই উত্তর পেতে চাইলে হলে যেতেই হবে।

তবে এটুকু বলতে পারি গোটা ছবি জুড়ে শাহরুখের বিভিন্ন শেড দেখতে পাবেন। সে কখনও জেলার, কখনও জওয়ান, কখনও সাধারণ মানুষ আবার কখনও...। এক কথায় বলতে গেলে পাঠানের থেকেও জওয়ান ছবিতে বেশি নজর কেড়েছেন শাহরুখ।

রুদ্ধশ্বাস পৌনে তিন ঘণ্টা। এই পৌনে তিন ঘণ্টায় পর্দা থেকে এতটুকু চোখ ফেরানো যায়নি। মাঝের পনের মিনিটের ব্রেক অসহ্য মনে হয়েছে। এতটাই টানটান স্ক্রিপ্ট। এমনই গল্পের বাঁধুনি। আর চমক? ওরে বাবা! এটার জন্য বোধহয় ছবিটা অন্তত দুবার দেখা যায়।

এবার আসি অভিনয়ে। শাহরুখকে নিয়ে নতুন করে কীই বা আর বলি। তাঁর ফার্স্ট লুক থেকে শেষের নাচের দৃশ্য পর্যন্ত হাঁ করে তাকিয়ে থাকা যায়। এই বয়সে এসেও মানুষটা যাঁর সঙ্গেই স্ক্রিন ভাগ করুন না কেন তাঁর সঙ্গেই পর্দাতে আগুন ঝরান। নয়নতারার সঙ্গে এই প্রথম স্ক্রিন ভাগ করলেন কিং খান কিন্তু ভীষণ ভালো লাগল তাঁদের জুটি। নয়নতারা আলাদা ভাবে তাঁর ক্যারিশমা এবং অভিনয়ে নজর কেড়েছেন। দীপিকার রোল ছোট, কিন্তু জরুরি। কী রোল, সেটা দেখলে রীতিমত ছিটকে যেতে পারেন। মানে এমন টুইস্ট অনেকেই ভাবেননি।

অন্যান্য চরিত্রে সানিয়া মালহোত্রা, সঞ্জিতা ভট্টাচার্য, গিরিজা ওক, প্রমুখ বেশ ভালো। বরং সবার তুলনায় খলনায়ক হিসেবে বিজয় সেতুপতি একটু কম কম যেন কোথাও একটা।

আরও পড়ুন: 'বিনা পারিশ্রমিকেও কাজ করতে রাজি ছিলাম', ‘জওয়ান’ নিয়ে বললেন বিজয়

এই ছবির অন্যতম ইউএসপি এর মেকআপ এবং মারকাটারি অ্যাকশন দৃশ্য। ওহ মাই গড! একটার পর একটা অ্যাকশন দৃশ্য দেখছি আর ভাবছি কী দেখছি। এখনও ঘোর কাটেনি। অ্যাকশন, মেকআপ বা স্ক্রিপ্টের মতো দুর্দান্ত হল সিনেমাটোগ্রাফি। প্রতিটা দৃশ্য এত নিখুঁত ভাবে তুলে ধরা হয়েছে যা বাহবা পাওয়ার যোগ্য। প্রথমদিকে গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে মারপিট হোক বা জওয়ান রূপে শাহরুখের অ্যাকশন দৃশ্য কিংবা চেজিং সিকোয়েন্স, সবটা মিলিয়ে একটা পাওয়ার প্যাক প্যাকেজ এই ছবি।

অনেকেই ভেবেছিলেন এই ছবির গান হয়তো আপ টু দ্য মার্ক নয়। হয়তো খানিকটা সত্যি, কিন্তু গোটা ছবির সঙ্গে গানগুলো কিন্তু খাপে খাপে মিলে গেছে। জোর করে ঢোকানো হয়েছে বা এমন কিছু কিন্তু বিন্দুমাত্র মনে হয়নি।

সবশেষে রিভিউ বলুন বা শাহরুখের ছবির সংলাপের রেশ, সেটা ধরেই বলি, 'ইটস এ ওয়েক আপ কল। ও ধমকি দে কর নিন্দ সে জাগা রহে হে।' তাই হাতের যা কাজ আছে সব ফেলে শাহরুখ ম্যাজিকে ভিজতে চাইলে এই উইকেন্ডে জওয়ানের একটা শো হয়ে যাক? এটুকু বলতে পারি বিনোদন তো পাবেনই, সঙ্গে শিখবেন আরও অনেক বেশি কিছু। আমাদের মনের সুপ্ত রাগ, কথা ছবির সংলাপ হয়ে বেরিয়ে আসবে কোথাও একটা।

অ্যান্ড ইয়েস, কিং খানের জন্য এটা। 'অল ওয়ার্ক অ্যান্ড নো জয় মেকস হ্যান্ডসাম এ ডাল বয়', চার বছর পর পর ফিরে যদি এই কথা বলেন তা হাজারো বার মেনে নিতে রাজি।

ছবি: জওয়ান

পরিচালক: অ্যাটলি

অভিনয়: শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি

রেটিং: ৪.৯/৫

Latest News

নিরামিষ না আমিষ, কোন দুধ পান করেন, তার উপর নির্ভর করছে শরীরের পুষ্টি, কেন জানেন? গানে গানে ফের বাজিমাত অন্বেষার! 'আমার কাছে…', নতুন কাজ প্রসঙ্গে যা বললেন গায়িকা সিন্ধু জলচুক্তি বাতিলের পর কাশ্মীরে ৪ তাবড় প্রজেক্ট দ্রুত সম্পন্নে নজর কেন্দ্রে গোপালগঞ্জ হিংসায় কেন ‘বলপ্রয়োগ’ বাংলাদেশের সেনার? মুখ খুলল ইউনুসের ISPR পহেলগাঁও হানার জঙ্গি সংগঠন রেজিসট্যান্স ফ্রন্ট নিয়ে বড় ঘোষণা USর,রুবিও বললেন… ‘TMCর অপশাসন..’,দুর্গাপুরে পা রাখার আগেই মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? রইল ১৮ জুলাই ২০২৫ রাশিফল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের আজকের ভাগ্যফল কী বলছে! রইল ১৮ জুলাই ২০২৫ রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ১৮ জুলাই ২০২৫ রাশিফল দেখে নিন শুক্রে বঙ্গ সফর মোদীর! বাজবে ভোটের রণদামামা? কর্মসূচি একনজরে

Latest entertainment News in Bangla

গানে গানে ফের বাজিমাত অন্বেষার! 'আমার কাছে…', নতুন কাজ প্রসঙ্গে যা বললেন গায়িকা কমলিনী-চন্দ্রর ডিভোর্সের উকিল কুর্চির বর! জনপ্রিয় অভিনেতার এন্ট্রি 'চিরসখা'য় জি বাংলার মেগায় অবাঙালি নায়িকা? প্রকাশ্যে ‘তুলসি ধামের নাড়ু গোপাল’-এর প্রোমো সোমের বিশ্বাস ভেঙে অন্যত্র বিয়ে পার্বতীর! ‘দাদামণি’র নতুন প্রোমোয় বড় চমক 'রোশনাই' শেষ হতেই মুম্বই পাড়ি অস্মির! এবার কী তবে বলিউডে কাজ আসতে চলেছে নায়িকার? ‘ধুমকেতু’ সত্যিই মহাজাগতিক, ছোটবেলার দেব-শুভশ্রী জুটির প্রেমিকার কাছে নস্টালজিয়া 'কম্পাস'-এর নতুন প্রোমোয় চমক দিলেন অর্কপ্রভ! কোন ভূমিকায় দেখা মিলবে নায়কের? মৌলভী বলছে ‘জয় শ্রীরাাম’! জানেন বজরঙ্গি ভাইজান দেখে কী ছিল মুসলিমদের প্রতিক্রিয়া একটা কেক নিয়ে এসব! প্লেনের মধ্যেই তুমুল ঝগড়া ঋষি ও নীতু কাপুরের, ঠিক কী হয়েছিল নিক জোনাসের কোলে উঠে স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রিয়াঙ্কা চোপড়া, ভিডিয়ো ভাইরাল

IPL 2025 News in Bangla

বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.