বাংলা নিউজ > দেখতেই হবে > কোথাও মাথায় পট্টি বেঁধে তো কোথাও শেল ফাটিয়ে ঢোল বাজিয়ে- জওয়ান উৎসবে সামিল শাহরুখ ভক্তরা

কোথাও মাথায় পট্টি বেঁধে তো কোথাও শেল ফাটিয়ে ঢোল বাজিয়ে- জওয়ান উৎসবে সামিল শাহরুখ ভক্তরা

শাহরুখ খান অভিনীত জওয়ান মুক্তি পেল অবশেষে। আর ছবি মুক্তি পেতেই সেই ম্যাজিকে ভেসে যাচ্ছেন ভক্তরা। সাতসকালে হলের সামনে ভিড় জমিয়েছেন শাহরুখ খান ফ্যান ক্লাবের ভক্তরা। চলছে নাচ, সিটি, শেল ফাটানো।