গত ৩০ বছর ধরে তিনি তাঁর অভিনয়, নাচ এবং হাসি দিয়ে মাতিয়ে রেখেছেন বলিউড। তাঁর ব্যক্তিত্ব, কথা, হিউমারে মুগ্ধ ৮ থেকে ৮০। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। কিন্তু এখন যেখানে বলিউডের একাধিক অভিনেতারা হলিউডে কাজ করছেন সেখানে বলিউড কিং হয়েও শাহরুখ খান কেন কাজ করছেন না? এই প্রশ্ন হামেশাই ওঠে। অনেকেই তাঁকে জিজ্ঞেস করেন যে 'শাহরুখ কেন হলিউডে কাজ করেন না?' এবার এই প্রশ্নের উত্তর দিলেন খোদ তিনিই।
হলিউডে কেন কাজ করছেন না শাহরুখ?
শাহরুখ খান কিছুদিন আগে জানিয়েছিলেন তাঁকে ড্যানি বয়েলের ছবি স্লামডগ মিলিয়নেয়ারের অফার দেওয়া হয়েছিল। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অনিল কাপুরকে যে চরিত্রে দেখা গিয়েছিল সেটার অফার শাহরুখকে অফার করা হয়। কিন্তু তিনি সেই অফার ফিরিয়ে দেন। তখন অনিল কাপুরের কাছে সেই অফার যায়।
আরও পড়ুন: 'গত ২৫ বছরের লড়াই...' ভিকি-অনিল-বিজয়দের পিছনে ফেলে সেরা সহঅভিনেতার সম্মান পেয়ে আবেগে ভাসলেন টোটা
আরও পড়ুন: ভয় দেখিয়েই হাফ সেঞ্চুরি পার! রবিবার বক্স অফিসে কত আয় করল অজয়-মাধবনের 'শয়তান'?
কিছু বছর আগে দ্য ন্যাশনাল নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন তিনি হলিউডে কাজ করতে পারেন যদি কেউ তাঁকে ৪৬ বছর বয়সী একজন শ্যামবর্ণ ভারতীয় পুরুষের চরিত্র অফার করে। প্রসঙ্গত তখন শাহরুখের ৪৬ বছর বয়স ছিল। এরপর তিনি আরও জানান, 'আমি জন ট্রেভল্টার থেকে না ভালো নাচি না আমি টম ক্রুজের থেকে ভালো দেখতে। আমি চেষ্টা করি না কারণ আমি চাই না বলে নয়, বরং আমি পারব না।'
শাহরুখ খানের প্রজেক্ট
শাহরুখ খানকে শেষবার ডাঙ্কি ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিতে তাঁর সঙ্গে তাপসী পান্নু, ভিকি কৌশল, প্রমুখ ছিলেন। এই ছবিটি ছাড়া ২০২৩ সালে তাঁর আরও দুটো ছবি মুক্তি পেয়েছিল, পাঠান এবং জওয়ান। আর এই তিনটি ছবিই বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। কিং খানকে আগামীতে কোন প্রজেক্টে দেখা যাবে সেটা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে শোনা জাচ্চছে সুহানার সঙ্গে একটি ছবিতে তাঁকে দেখা যাবে। এছাড়া পাঠান ২ এবং টাইগার ভার্সেস পাঠানও আছে।