আসছে ভুল ভুলাইয়া ৩। আর তার সঙ্গে ফিরছে আসল মঞ্জুলিকা। বলাই বাহুল্য এই খবরে দর্শকরা দারুণ খুশি। তবে চমক এখানেই শেষ নয়। ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা জানিয়েছেন বিদ্যা বালান ছাড়াও এই ছবিতে থাকবেন মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি। তবে এসব ছাড়াও আরও একটি চমকিত তথ্য প্রকাশ্যে এল। জানা গিয়েছে দুর্দান্ত একটি নাচের সিকোয়েন্স থাকবে এই ছবিতে। সেখানে পারফর্ম করবেন বিদ্যা এবং কার্তিক।
ভুল ভুলাইয়া ৩ ছবি নিয়ে নতুন কোন তথ্য জানা গেল?
ভুল ভুলাইয়া ৩ ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার একটি রিপোর্টে জানানো হয়েছে যে কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান একটি লম্বা এবং দুর্দান্ত নাচের সিকোয়েন্সের শ্যুটিং করবেন। আর এই গোটা নাচের দৃশ্যের কোরিওগ্রাফি করবেন গণেশ আচার্য।
আরও পড়ুন: 'গত ২৫ বছরের লড়াই...' ভিকি-অনিল-বিজয়দের পিছনে ফেলে সেরা সহঅভিনেতার সম্মান পেয়ে আবেগে ভাসলেন টোটা
আরও পড়ুন: 'ইনফেকশন হলে যেমন কেটে বাদ দিতে হয়...' ছোট্ট ওশই পিঙ্কিকে সাহস জোগায় কাঞ্চনকে ডিভোর্স দিতে!
প্রসঙ্গত ২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া ছবিটিতে মেরে ঢোলনা সুন গানটিতে নাচ করেছিলেন মঞ্জুলিকা বিদ্যা বালান। দর্শকদের দারুণ নজর কেড়েছিল সেই নাচ এবং গান। ভুল ভুলাইয়া ২ ছবিতে কার্তিক আরিয়ান নাচ করেন। এবার তৃতীয় ভাগ্যের ছবিটিতে কার্তিক এবং বিদ্যা দুজনে একসঙ্গে নাচ করবেন।
মিডডের রিপোর্ট অনুযায়ী এই নাচের দৃশ্যের শ্যুটিং নাকি টানা ৭ দিন ধরে করা হবে। শ্যুটিংয়ের আগে এই দৃশ্যের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতারা। গণেশ আচার্য এই দৃশ্যের কোরিওগ্রাফি করবেন। কিন্তু কোথায় শ্যুটিং হবে সেটারই এখন খোঁজ চলছে। তবে জানা গিয়েছে এই নাচের দৃশ্যের শ্যুটিং মুম্বইতে হবে। তারপর পশ্চিমবঙ্গ এবং রাজস্থানে বাকি ছবির শ্যুটিং হবে।
আরও পড়ুন: ভয় দেখিয়েই হাফ সেঞ্চুরি পার! রবিবার বক্স অফিসে কত আয় করল অজয়-মাধবনের 'শয়তান'?
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে
ভুল ভুলাইয়া ৩ ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলির সময়ই মুক্তি পাওয়ার কথা। এই ছবিতে কার্তিক আরিয়ান, বিদ্যা বালান ছাড়াও থাকবেন তৃপ্তি দিমরি। এছাড়া শোনা যাচ্ছে মাধুরী দীক্ষিতও থাকতে পারেন। ভুল ভুলাইয়া ছবিটিতে অক্ষয় কুমারকে রুহ বাবার চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি থেকে রুহ বাবার চরিত্রে কার্তিককে দেখা গিয়েছে।