‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে বিজ্ঞানী মোহন ভার্গবের চরিত্রে শাহরুখ খানের ক্যামিও। ‘বানরাস্ত্র’ শাহরুখককে দেখে মুগ্ধ দর্শক। গুপ্ত সংস্থা ব্রহ্মাংশের সদস্য হিসেবে মোহনের (শাহরুখ) কাজ ব্রহ্মাস্ত্রের তৃতীয় খন্ডকে রক্ষা করা। এর আগে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে শাহরুখের চরিত্রের নাম ছিল মোহন। অভিনেতার ভক্তরা স্বভাবতই নস্টালজিয়ায়।
‘স্বদেশ’ ছবির সহকারী পরিচালক ছিলেন অয়ন মুখোপাধ্য়ায়। ‘ব্রহ্মাস্ত্র’য়ের পরিচালক অয়ন। ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায় প্রমুখ। আরও পড়ুন: ‘জন্মভূমি’ থেকে ‘এক আকাশের নীচে’, এভারগ্রিন এই শোগুলি এখনও ভোলেননি বাঙালিরা
সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তাঁর স্টান্ট ডবল (ব্রহ্মাস্ত্র ছবির) হাসিত সাভানি নেটমাধ্যমে একটি ছবি শেয়ার করেছে। শাহরুখের মতো অবিকল পোশাক পরা হাসিত। কিং খানের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে সে। পিছনে শ্যুটিংয়ের সেটের ঝলক মিলেছে। আরও পড়ুন: হৃতিকের 'বিক্রম বেদা'য় গান গেয়েছেন স্নিগ্ধজিৎ-অনন্যা! মুক্তি পেল ‘অ্যালকোহলিয়া'
যুক্তরাজ্যে বসবাসকারী আন্তর্জাতিক স্টান্ট পারফর্মার হাসিত সাভানি এসআরকে-এর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বলিউড ফিল্ম ব্রহ্মাস্ত্রে তার ক্যামিও সিকোয়েন্সের জন্য কিংবদন্তি শাহরুখ খানের জন্য স্টান্ট ডাবল হওয়াটা সত্যিকারের আনন্দের।’ হাসিত সাভানি নেটমাধ্যমে এই ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। নেটিজেনর তাঁদের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আরও পড়ুন: ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব ছিল রূপঙ্করের হাতে! বড়সড় সিদ্ধান্ত নেন গায়ক
লম্বা বিরতির পর ২০২৩ সালের শুরুতে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। আগামী বছরে অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। মুক্তি পাবে শাহরুখের একের পর এক ছবি। ‘পাঠান’ দিয়ে শুরু এরপর ‘জওয়ান’, তালিকায় রয়েছে ‘ডানকি’।
‘পাঠান’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ‘জওয়ান’ এবং ‘ডানকি’র শ্যুটিং নিয়ে ব্যস্ত কিং খান। ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবিতে ক্য়ামিও চরিত্রে রয়েছেন শাহরুখ।