শাহরুখকে ভক্তদের উন্মাদনা ঠিক কতটা, পছন্দের অভিনেতার জন্য তাঁরা কী কী করতে পারেন সেটার একাধিক নজির আমরা সকলেই দেখেছি। কিন্তু এদিন যা ঘটল সেটা সকলের মন ছুঁয়ে গেছে। শারীরিক প্রতিবন্ধকতা, অসুস্থতা কিছুই আটকাতে পারেনি কিং খানের এই ভক্তকে। তিনি সব কিছুকে উপেক্ষা করেই এদিন জওয়ান দেখতে আসেন।
হুইল চেয়ারে বসে এই বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি। গলায় লাগানো মস্ত আকারের দুটো নল। কিন্তু এদিকে যে শাহরুখ খানের জওয়ান মুক্তি পেয়েছে, না দেখলে চলে? তাই সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি এই ছবি দেখতে হলে হাজির হলেন। হ্যাঁ, হুইল চেয়ারে বসে, ভেন্টিলেটর নিয়ে তিনি ছবি দেখলেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এদিন এক্সে এক ব্যক্তি এই শাহরুখ ভক্তের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে অনেকে মিলে তাঁকে হুইল চেয়ারে করে নিয়ে হলে আসছেন। হলের শেষ রো-তে বসে তিনি গোটা সিনেমাটা দেখেন। এই ভিডিয়ো পোস্ট করে শাহরুখ খান রাজারহাট ফ্যান ক্লাবের তরফে লেখা হয় 'ব্যাপারটা যখন শাহরুখ খানকে নিয়ে তখন মাথা নয়, মন কাজ করে। একজন বিশেষ ভাবে সক্ষম মানুষ যিনি ভেন্টিলেটরে ছিলেন তিনি জওয়ান দেখতে এসেছেন। এটাই শাহরুখ খানের প্রতি মানুষের ভালোবাসা।'
আরও পড়ুন: জওয়ানে ৮ পাতার ডায়লগ গড়গড় করে আওড়েছিলেন শাহরুখ, এখনও ঘোর কাটছে না সঞ্জিতার
আরও পড়ুন: বিনুনি বেঁধে সাকসেস ইভেন্টে হাজির শাহরুখ, জওয়ানে কিং খানের আর কোন লুক নজর কেড়েছে?
আর ভিডিয়োটি গিয়ে পৌঁছেছে কিং খানের হাতে। তিনি নিজে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। বলিউডের বেতাজ বাদশা ভিডিয়োটি শেয়ার করে লেখেন 'অনেক ধন্যবাদ আমার বন্ধু, ঈশ্বর তোমায় সমস্ত খুশি দিক এই দুনিয়ার। তোমার থেকে ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আশা করি তোমার ছবিটা ভালো লেগেছে। অনেক ভালোবাসা নিও।'
প্রসঙ্গত গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত জওয়ান। এই ছবিতে শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা, প্রমুখ। দীপিকা পাড়ুকোন আছেন ক্যামিও চরিত্রে। এই ছবিটি যবে থেকে মুক্তি পেয়েছে তবে থেকেই ভক্তদের উন্মাদনার শেষ নেই ছবিটি নিয়ে। মাঝরাতের শো হোক বা ভোরের সবই হাউজফুল গিয়েছে। আর তাই তো পনের দিন এখনও হয়নি এর মধ্যেই ছবিটি গুটি গুটি পায়ে ৫০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে।