জওয়ান ছবির প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য, শাহরুখ খান যে ঠিক কতবা নজর কেড়েছেন তার ইয়ত্তা নেই। শুধুই কী তাই, কোথাও কোথাও যেমন তার সংলাপে হাততালির ঝড় উঠেছে তেমনই কোনও কোনও সিনে রুদ্ধশ্বাস ভাবে সকলে পর্দার দিকে তাকিয়ে থেকেছেন। আর এমনই একটা দৃশ্য হল মেট্রো ট্রেন বন্দি বানানোর দৃশ্য। কিন্তু জানেন কি এই গোটা দৃশ্যটা কিং খান এক টেকে দিয়েছিলেন? একদমই তাই। আর এই তথ্যই সম্প্রতি প্রকাশ্যে এনেছেন শাহরুখ খানের সহকর্মী সঞ্জিতা ভট্টাচার্য।
শাহরুখ প্রসঙ্গে সঞ্জিতা
বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সঞ্জিতা বলেন শাহরুখের একটি আট পাতার মনোলগ ছিল এই সিনে। আর প্রথম টেকেই তিনি পুরোটা দুর্দান্ত ভাবে বলেছিলেন। যদিও কিং খান এই দৃশ্যের জন্য আরও একটি টেক দিয়েছিলেন, কিন্তু সেটার বিশেষ প্রয়োজন ছিল না। অভিনেত্রীর কথায়, 'এটাই প্রথম ছিল যখন আমি শাহরুখ খাকে ৮ পাতার মনোলগ মুখস্থ করে একবারে বলতে শুনেছিলাম। পুরো জলের মতো মুখস্থ ছিল ওঁর। একটাই টেক নেওয়া হয় মূলত, আরেকটা ভ্যারিয়েশনের জন্য নেওয়া হয়েছিল।'
সঞ্জিতা আরও জানান এই দৃশ্যটি নিয়ে সমস্ত শিল্পীরা অত্যন্ত এক্সাইটেড ছিলেন। তিনি সকলের সঙ্গে এই দৃশ্যে ঘুরে ঘুরে কথা বলছিলেন। তাঁর কথায় সকলে একটাই কথা ভাবছিলেন আসলে, 'আমরাও শাহরুখ খানের সঙ্গে একই মেট্রোতে সফর করছি।'
আরও পড়ুন: ‘ওর উপর আমার অধিকারবোধ আছে’, শাহরুখকে নিয়ে কেন বললেন দীপিকা
আরও পড়ুন: জওয়ান দেখে 'ছিটকে' গেছেন করণ! বন্ধুর প্রশংসা পেয়ে শাহরুখ লিখলেন, 'দর্শকরাই রাজা...'
প্রসঙ্গত জওয়ান ছবিতে শাহরুখ খানের গার্লস গ্যাংয়ের অন্যতম সদস্য হিসেবে ছিলেন সঞ্জিতা। তাঁর সঙ্গে ছিলেন সানিয়া মালহোত্রা, রিদ্ধি ডোগরা, প্রিয়ামণি প্রমুখ। এই ছবিতে শাহরুখ খানের বিপরীতে নয়নতারাকে দেখা যাচ্ছে। আর খলনায়কের ভূমিকায় আছেন বিজয় সেতুপতি। এই ছবিটি বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে। ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে নিয়েছে।