বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh in Lalbaugcha Raja: ধর্ম নিয়ে কটাক্ষকে বুড়ো আঙুল! আব্রামের হাত ধরে লালবাগের গণেশ পুজোয় সামিল ‘জওয়ান’ শাহরুখ

Shah Rukh in Lalbaugcha Raja: ধর্ম নিয়ে কটাক্ষকে বুড়ো আঙুল! আব্রামের হাত ধরে লালবাগের গণেশ পুজোয় সামিল ‘জওয়ান’ শাহরুখ

লালবাগের গণেশ পুজোয় সামিল শাহরুখ-আব্রাম 

Shah Rukh-AbRam in Lalbaugcha Raja: গত বছর একা একাই লালবাগচা রাজায় হাজির হয়েছিল আব্রাম। এবার বাবার হাত ধরে গণপতির দর্শনে হাজির শাহরুখের ছোট ছেলে। জওয়ানের সাফল্যের মাঝেই নারকেল আর মিষ্টি অপর্ণ করে গণেশ বন্দনা সারলেন বাদশা। 

প্রত্যেক বছরের মতো এইবার সিদ্ধিপতি গণেশের বন্দনায় ব্রতী বলিউডের বাদশা। বিঘ্নহর্তার আরাধনায় সেজে উঠেছে ‘মন্নত’, সেই ছবি তো আগেই সামনে এসেছে। আম্বানির গণেশ পুজোয় সপরিবারে সামিল হয়েছিলে ‘জওয়ান’ তারকা। আর বৃহস্পতিবার ছোট ছেলে আব্রামকে নিয়ে লালবাগচা রাজা-র দর্শনে হাজির শাহরুখ। আরও পড়ুন-শাহরুখ আর তাঁর খুদে কার্বন কপি! আম্বানিদের গণেশ পুজোর ছবি দেখে কেন এমন বলছে সবাই

মুম্বইয়ের ঐতিহ্যশালী গণেশ মন্দির লালবাগচা রাজা-য় গত বছর একা একাই হাজির হয়েছিল আব্রাম। এবার সঙ্গী বাবা। এমনিতে লালবাগের রাজাকে দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান পুজো মণ্ডপে। শাহরুখের উপস্থিতির খবর পেয়ে দর্শনার্থীদের উত্তেজনা বাধ মানেনি! ভিড় ঠেলে ছেলের হাত ধরে মন্দিরের ভিতরে উপস্থিত হন শাহরুখ। সাদা রঙা শার্টে সেজেছিলেন বাদশা, আব্রামের পরনে লাল রঙা পাঞ্জবি। ছিলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিও। শাহরুখ-আব্রামের কপালে তিলক কাটলেন পুরোহিত, নারকেল আর মিষ্টি সহযোগে লালবাগচা রাজাকে পুজো অর্পণ করেন শাহরুখ, হাত জোড় করে অনেকক্ষণ ভক্তিভরে দাঁড়িয়ে থাকলেন গণপতির সামনে। সেই ছবি আর ভিডিয়ো নিমেষে ভাইরাল সোশ্যালে।

মঙ্গলবারই মন্নতে গণপতি-কে স্বাগত জানিয়েছিলেন শাহরুখ। সেই ছবি সোশ্যালে শেয়ার করেন তারকা। সঙ্গে লেখেন- ‘গণপতি বাপ্পাজিকে স্বাগত। আপনাকে এবং আপনার পরিবারের এই গণেশ চতুর্থী দুর্দান্ত কাটুক। গণপতি আমাদের জীবনকে আনন্দ, জ্ঞান আর সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক। আর অনেক মোদক খেতে দিক’।

ডায়েট ভুলে গণেশ চতুর্থীতে মোদকে কামড় বসাতে ভোলেন না শাহরুখ খান। শাহরুখের পরিবারে ধর্মের ছুৎমার্গ কোনওদিনই বাধা হয়ে দাঁড়ায়নি। সম্প্রতি জওয়ান মুক্তির আগেও বৈষ্ণদেবী, তিরুপতির মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। তা সত্ত্বেও সর্বদাই ধর্ম নিয়ে কটাক্ষের শিকার হন বাদশা। বাড়িতে গণেশ পুজো করার জন্য় কম বিদ্রুপ সইতে হয়নি শাহরুখকে, কিন্তু কটাক্ষকে থোড়াই কেয়ার! শাহরুখ বহুবার জানিয়েছেন তাঁর পরিবারে সব ধর্মের উত্সব পালন করা হয়। এক ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে শাহরুখ বলেছিলেন, 'আমরা কখনই হিন্দু-মুসলমানের কথা আলোচনা করি না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলমান এবং আমার সন্তানরা হল হিন্দুস্তান। যখন ওঁরা স্কুলে গিয়েছিল, সেখানে ফর্মে ভর্তি করতে হয় যে তোমার ধর্ম কোনটা? আমার মেয়ে সেই সময় আমাকে এসে জিজ্ঞাসা করেছিল বাবা আমাদের ধর্ম কি? আমি ওখানে সুহানার ফর্মে লিখে এসেছিলাম আমাদের ধর্ম ভারতীয়। এর বাইরে আমাদের আর কোনও ধর্ম নেই'।

বিশ্ব বক্স অফিসে ৯০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে জওয়ান। ১০০০ কোটির দৌড়ে ছুটছেন শাহরুখ। গণপতি বাপ্পার আর্শীবাদ যে তাঁর উপর সদাবিরাজমান তা বলার অপেক্ষা রাখে না।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শুক্রবার সন্ধ্যায় ধর্মতলায় গণ সমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের শাড়ি নয়, একদম অন্য সাজে মুম্বইয়ের দুর্গা মণ্ডপে সুস্মিতা! সঙ্গে রোমান ও মেয়ে হরিয়ানায় BJP-কে সমর্থন সাবিত্রী জিন্দাল- সহ আরও ২ নির্দল বিধায়কের, আসন বেড়ে ৫১ অমলেট ভাজা নিয়ে বচসা, সহকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল নিরাপত্তারক্ষী অনলাইনে দড়ি অর্ডার, তারপর আত্মঘাতী IIT কানপুরের পড়ুয়া ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর IPL 2025 Auction-এর আসরে রোহিত শর্মা নামলে কী হবে? ভবিষ্যদ্বাণী করলেন হরভজন সিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.