বাংলা নিউজ > বায়োস্কোপ > Shankar Chakraborty: ‘মুখের সামনে পা তুলে দিচ্ছে’, তরুণ প্রজন্মর মন রিলস তৈরিতে,দাবি শঙ্কর চক্রবর্তীর

Shankar Chakraborty: ‘মুখের সামনে পা তুলে দিচ্ছে’, তরুণ প্রজন্মর মন রিলস তৈরিতে,দাবি শঙ্কর চক্রবর্তীর

নতুন প্রজন্মকে নিয়ে ক্ষোভ প্রকাশ অভিনেতা শঙ্কর চক্রবর্তীর। 

বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। সম্প্রতি কাজ না পাওয়া নিয়ে মুখ খুলতে দেখা গেল তাঁকে। নিশানায় এল নতুন প্রজন্মও। 

টলিউডে আজকাল একটা কথার খুব চল হয়েছে। যার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্সের সংখ্যা যত বেশি, সেই তত বেশি প্রোজেক্টে ডাক পাচ্ছে। দাবি, শুধু নায়ক-নায়িকা বাছাইয়ের ক্ষেত্রেই নয়, এমনকী পার্শ্বচরিত্রের ক্ষেত্রেও এমন খানিক নিয়মই নাকি চালু। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা শঙ্কর চক্রবর্তীর বলা কিছু কথা যেন এই ‘রটনা’তেই শিলমোহর দিল। 

শঙ্করকে বলতে শোনা গেল, ‘কোনওরকমে টিকে আছি। বাবা-কাকা-জ্যাঠার চরিত্রে লোক লাগবে বলে আছি আর কী। তবে বাজেট দিনদিন যা হচ্ছে, তাতে একটু বেশি টাকা চাইলেই এরা বাদ দিয়ে দেবে।’

এরপর বর্তমানের তরুণ প্রজন্মের উপরেও উগড়ে দিলেন ক্ষোভ। বলতে শোনা গেল, ‘এরা সেটে এসে রিলস বানাচ্ছে। ডিরেক্টর কী বলছে সেটা শুনছে না। এরপর যখন বলবে ডিরেক্টর শ্যুট শুরুর কথা, তখন যেন আকাশ থেকে পড়বে। আসলে কিছুই তো শোনেনি। একটু যে সেটে আসার আগে স্ক্রিপ্ট পড়বে, তারও কোনও বালাই নেই। এখন টিআরপি বলে একটা বস্তু হয়েছে। সেটা বাড়লেই মনে করবে ওদের জন্যই হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এখন সিনিয়রদের সম্মান করার বিষয়ও নেই। বিশেষ করে নতুন অভিনেতা -অভিনেত্রীদের। হয়তো সামনে বসে আছেন সিনিয়র অভিনেতা তার সামনে পা তুলে দিচ্ছে। সামান্য সৌজন্যবোধ নেই।’

এর আগে শঙ্করকে বলতে শোনা গিয়েছিল, ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে ঠিকমতো ব্যবহার করেনি। বহু সিনেমার কাজ চলে গিয়েছে হাত থেকে। ২০০৯ সালে সম্পূর্ণ বসে গিয়েছিলেন। তারপর থেকে সিনেমা ছেড়ে সিরিয়ালেই মন দিয়েছেন।

তবু মনে রেখো, সংসার সংগ্রাম, উত্তরা, মেজো বউ, গোঁসাই বাগানে ভূত, জানবাজ-এর মতো সিনেমায় কাজ করেছেন। টিভিতে প্রথম কাজ ওগো বধু সুন্দরী। তোমায় ছাড়া ঘুম আসেনা মা, ভালবাসা ডট কম, এই ছেলেটা ভেলভেলেটা, চোখের তারা তুই, পটল কুমার গানওয়ালা, কুসুম দোলা, কুন্দ ফুলের মালা-র মতো সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। 

বহুবার তাঁর মুখে উঠে এসেছে অতীতের দারিদ্র্যের প্রসঙ্গ। একেবারে শৈশবে হারান বাবাকে। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতাও ছিল না সেই সময় তাঁদের। মা-কে নিয়ে শুরু করলেন যুদ্ধ। সকালে স্কুলে যেতেন আর রাতে করতেন কারখানায় কাজ। ক্লান্ত থাকার কারণে কখনও হয়তো ঘুমিয়ে পড়তেন স্কুলেই। মাস্টার মশাই চুলের মুঠি ধরে তাঁকে টেনে তুলতেন। করতেন ভর্ৎসনা। বলতেন, ‘চুরি করিস নাকি’? একটা বস্তিতে ঘর নিয়েছিলেন। সংসারটাও চলত টেনেটুনে। এভাবেই বড় হয়ে ওঠা। তারপর সিনেমার জগতে আসা।

তবে পাশে পেয়েছিলেন স্ত্রীকে। তখনও অবশ্য বিয়েটা হয়নি। গান শিখিয়ে যে রোজগার হত, তা সবটাই শঙ্করের হাতে তুলে দিতেন সোনালী চক্রবর্তী। এমনকী বাড়ির অমতে গিয়ে বস্তিতে থাকা ছেলেটাকে বিয়েও করেন। তবে শঙ্করকে একা করে ২০২২ সালে ক্যানসারের কাছে হার মানেন গায়িকা সোনালী। চলে যান না ফেরার দেশে।  

বায়োস্কোপ খবর

Latest News

ইলন মাস্কের সংস্থাকে সুবিধা করে দিতে নিরাপত্তা বিধি শিথিল করবে ভারত? বাংলাদেশে UN সেনা পাঠানোর সওয়াল মমতার, রাজনীতি করবেন না, পালটা ইউনুসের উপদেষ্টা ‘আমাকেই ফিরতে হচ্ছে…’ হোর্ডিংয়ের ছবি দেখে চমকে গেল নাগপুর, CM ধাঁধা মহারাষ্ট্রে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধু! পাত্র কে? কবে বিয়ে? বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল বোটক্স নিয়ে ভয়ানক অভিজ্ঞতা, ছবি মিত্তল বলছেন, ‘১ বছর আমার মুখ প্যারালাইজ ছিল' রোহিনী নক্ষত্রে স্বয়ং গুরু বৃহস্পতির প্রবেশ! টাকাকড়িতে পকেট ভরবে বহু রাশির সিরিজ শুরুর আগে প্রশ্ন তুলেছিলেন যোগ্যতা নিয়ে! এখন নীতীশেরই প্রশংসায় গাভাসকর… বিশ্বের সেরা দশে ভারতের Chicken 65, বাকি আইটেমগুলি খেয়েছেন? Health Facts: ফাটা ঠোঁট কি ভিটামিনের অভাবের লক্ষণ?

IPL 2025 News in Bangla

IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.