প্রিয় পোষ্যকে হারিয়ে শোকে বিহ্ববল অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। সামাজিক মাধ্যমে সারমেয় প্রিন্সেস শেট্টি কুন্দ্রার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে আদুরে পোষ্যর ভিডিয়ো শেয়ার করে আবেগঘন পোস্ট নায়িকার।
প্রিন্সেসের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ইনস্টাগ্রাম ভিডিয়োতে তুলে ধরেছেন শিল্পা। ৩৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে চোখ ভিজেছে নেটিজেনেরও। ক্যাপশনে জানিয়েছেন, ‘আমার প্রথম সন্তান... আমার প্রিন্সেস শেট্টি কুন্দ্রা রামধনু সেতু পেরিয়ে পাড়ি দিয়েছে। আমাদের জীবনে এসে গত ১২ বছর ধরে সেরা মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ৷ আমার হৃদয়ের এটা অংশ তুমি সঙ্গে করে নিয়ে গিয়েছ... তোমার শূন্যতা কোনও কিছুই পূর্ণ করতে পারবে না৷ মা, বাবা, বিয়ান-রাজ এবং সামিশা তোমাকে মিস করবো৷ শান্তিতে থাকো, আমার প্রিয় প্রিন্সি।’
আদরের পোষ্যকে হারিয়ে শোকে কাতর নায়িকা। তার পোস্টে শমিতা শেট্টি লিখেছেন, ‘শান্তিতে থাকো আমাদের ছোট্ট প্রিন্সেস।' শিল্পার পোস্টে সমবেদনা প্রকাশ করেছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা। ফারহা খান কুন্দ্রা, ভূমি পেডনেকর সহ আরও অনককে কমেন্ট করতে দেখা গিয়েছে। ভিডিয়োতে প্রিন্সেসের সঙ্গে কাটানো মুহূর্তগুলি, জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।