বাংলা নিউজ > বায়োস্কোপ > Shilpa Shetty's Karwa Chauth: শিল্পার চালুনি দিয়ে মুখ ঢাকলেন রাজ! করবা চৌথের নতুন রীতি? নাকি মুখ লুকোলেন আবার

Shilpa Shetty's Karwa Chauth: শিল্পার চালুনি দিয়ে মুখ ঢাকলেন রাজ! করবা চৌথের নতুন রীতি? নাকি মুখ লুকোলেন আবার

রাজের জন্য করবা চৌথের ব্রত পালন শিল্পার

Shilpa Shetty Kundra-Raj Kundra: বিগত কয়েক মাসের মতো এই দিনও পাপারাৎজ্জির থেকে মুখ লুকোতে দেখা গিয়েছে রাজ কুন্দ্রাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পার সঙ্গে অনিল কাপুরের মুম্বইয়ের বাংলোতে হাজির হয়ছিলেন তিনি। SSK (শিল্পা শেট্টি কুন্দ্রা) লেখা একটি চালুনি দিয়ে এ দিন মুখ লুকোতে দেখা গিয়েছে রাজকে।

পর্নকাণ্ডে জড়িয়েছিলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। জেল থেকে মুক্তির পর স্ত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার সঙ্গে এই দ্বিতীয় করবা চৌথ তাঁর। স্বামীর মঙ্গল কমনা করে এ দিন ব্রত রেখেছিলেন অভিনেত্রী। দিনভর নির্জলা উপোস করে, সন্ধেবেলা আকাশে চাঁদ দেখে এরপর রাজের হাতে জল খেয়ে উপোস ভঙ্গ করেন তিনি।

বিগত কয়েক মাসের মতো এই দিনও পাপারাৎজ্জির থেকে মুখ লুকোতে দেখা গিয়েছে রাজ কুন্দ্রাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পার সঙ্গে অনিল কাপুরের মুম্বইয়ের বাংলোতে হাজির হয়ছিলেন তিনি, করবা চৌথের অনুষ্ঠানে। বাংলোতে প্রবেশের মুখে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন। SSK (শিল্পা শেট্টি কুন্দ্রা) লেখা একটি চালুনি দিয়ে এ দিন মুখ লুকোতে দেখা গিয়েছে রাজকে। আরও পড়ুন: চাঁদ দেখে, স্বামীর হাতে জল খেয়ে উপোস ভঙ্গ! বলিউড তারকাদের করবা চৌথের ঝলক

করবা চৌথের দিন টুকটুকে লাল শাড়িতে ধরা দিয়েছেন শিল্পা শেট্টি। রাজ কুন্দ্রার পরনে ধূসর এবং নীল রঙের কুর্তা সঙ্গে জহর কোট। নেটমাধ্যমে করবা চৌখ উদযাপনের ঝলক শেয়ার করেছেন শিল্পা। স্বামী রাজের সঙ্গে করবা চৌথের ব্রত ভঙ্গের ছবি শেয়ার করে বলিউড নায়িকা লেখেন, ‘আমার.. এই জীবনে.. করবা চৌথের শুভেচ্ছা। ছবি সৌজন্যে: অনিল কাপুর।’ আরও পড়ুন: ‘টিকিট পরীক্ষক দুর্ব্যবহার করেছে!’ ট্রেনের ঘটনা জানাতে গিয়ে বিস্ফোরক হাসিন জাহান

২০২১ সালের জুলাই মাসে, বেআইনি ভাবে পর্ন তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। প্রায় দু'মাস পুলিশি হাজতে কাটাতে হয়েছিল শিল্পা শেট্টির স্বামীকে। তাঁর সাময়িক ঠিকানা ছিল আর্থার রোড জেল। জামিনে ছাড়া পেলেও নিজেকে আড়ালেই রেখেছিলেন রাজ। জনসমক্ষে এলেও বিশেষ ধরনের মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি।

বন্ধ করুন