জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই, অবশেষে ‘মেয়েবেলা’ সিরিয়ালে প্রধান চরিত্রে মুখ বদল হল। বিথীকা মিত্র বা মউয়ের বিথী মাসির চরিত্রে আর দেখা যাবে না রূপা গঙ্গোপাধ্যায়কে। রূপা গঙ্গোপাধ্যায়ের কামব্যাক সিরিয়াল হিসাবেই শুরু থেকে আলোচনার কেন্দ্র উঠে এসেছিল স্টার জলসার এই মেগা। অথচ রূপা গঙ্গোপাধ্যায়ই সরে গেলেন এই সিরিয়াল থেকে।
রূপার পরিবর্ত অনুশ্রী
বেশ কয়েকটি এপিসোডে দেখা মিলছিল না রূপার। এরপর ‘মেয়েবেলা’র নতুন প্রোমোর কভার পিকচার থেকে সরিয়ে দেওয়া হয় অভিনেত্রীর মুখ। তখনই খটকা লেগেছিল ভক্তদের মনে। তবে কি আর ফিরবেন না রূপা গঙ্গোপাধ্যায়? আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। বৃহস্পতিবারের এপিসোডে নতুন বিথীকা মিত্র সামনে এলেন। এবার থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে ডোডোর মায়ের চরিত্রে অভিনয় করবেন অনুশ্রী দাস (Anushree Das)। বাংলা টেলিভিশনের অতি পরিচি মুখ অনুশ্রী। স্টার জলসার একাধিক মেগার মুখ তিনি। সম্প্রতিও ‘এক্কা দোক্কা’য় দেখা মিলছে তাঁর। এছাড়াও ‘মোহর’, ‘খড়কুটো’, ‘বালিঝড়’-এর মতো সিরিয়ালে দেখা মিলেছে অনুশ্রীর। এবার থেকে তিনি অভিনয় করবেন বিথীকা মিত্রর চরিত্রে। এই বদল থেকে চমকে গিয়েছে অনুরাগীরা।
দর্শক দ্বিধাবিভক্ত এই পরিবর্তনে
বিথী চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়ের অভিনয় অনেকেরই পছন্দ হয়নি। ‘ওভার অ্যাক্টিং’ করছেন এমন কটাক্ষ শুনতে হয়েছে পোড়খাওয়া অভিনেত্রীকে। তবে আচমকা এই মুখ পরিবর্তনে মোটেই খুশি নয় নেটিজেনদের একটা বড় অংশ। একজন লেখেন, ‘রূপা গাঙ্গুলি কেন সরলো জানি না, তবে এনাকে একদম ভালো লাগলো না’। অপর একজন লেখেন, ‘রূপা গঙ্গোপাধ্যায়ের তুলনা হয় না, কেন পালটে দিল কে জানে’।
কেন সরলেন রূপা?
রূপা গঙ্গোপাধ্যায় ‘মেয়েবেলা’র পোস্টার গার্ল। তা সত্ত্বেও ১০০ এপিসোড পার করতে না করতেই কেন সরলেন তিনি? এই ব্যাপারে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন তোলোননি তিনি। টেলিপাড়ায় জোর গুঞ্জন চিত্রনাট্যে যেভাবে বিথী চরিত্রকে তুলে ধরা হচ্ছিল তাতে সন্তুষ্ট ছিলেন না অভিনেত্রী। ক্রিয়েটিভ ডিফারেন্সের জেরেই এমন সিদ্ধান্ত। আবার ফিসফিসানি এমনও সিরিয়ালের টিআরপি সেভাবে নেই অথচ রূপা গঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। এর জেরেই বনিবনা হয়নি অভিনেত্রী ও প্রযোজনা সংস্থার। যদিও অভিনেত্রীর সরে দাঁড়ানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য মেলেনি।
রাজনীতির ময়দানে ব্যস্ত হয়ে পড়া রূপা গঙ্গোপাধ্যায় অভিনয় থেকে দূরে ছিলেন দীর্ঘদিন। মেয়েবেলা-র মাধ্যমে তাঁর কামব্য়াকে খুশি ছিল ভক্তরা। তবে মাত্র তিন মাসেই শেষ জার্নি শেষ হবে তা কে জানতো!