গতবছর (২০২৩) আইনি বিয়ে সেরে সকলকে চমকে দিয়েছিলেন শ্রুতি দাস-স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি-স্বর্ণেন্দু এখন স্বামী-স্ত্রী। আর বিয়ের পর এটাই ছিল শ্রুতি-স্বর্ণেন্দুর প্রথম সরস্বতী পুজো ও প্রথম ভ্যালেন্টাইনস ডে। আর তাই প্রেমের এই মাসে রোম্যাান্টিক সুরে ধরা পড়েছেন শ্রুতি-স্বর্ণেন্দু।
সরস্বতী পুজের দিন হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় স্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতি এলেন, গোলাপি ফ্লোরাল প্রিন্টেড হলুদ রঙা শাড়ি পরে। এদিন খোলা চুলে শ্রুতি যেন আরও মোহময়ী। গোলাপ হাতে স্বামীর দিকে এগিয়ে এলেন তিনি। এরপর সেই গোলাপে মিশে গেল শ্রুতি-স্বর্ণেন্দুর ভালোবাসা। একই গোলাপ দুজনে ধরে একে অপরের হাতে চুমু খেয়ে বসলেন লাভবার্ড শ্রুতি স্বর্ণেন্দু। এমনই রোম্যান্টিক ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রুতি লিখেছেন, ‘আমার স্বামীর ভ্যালেন্টাইন গিফট।’
আরও পড়ুন-‘আমি আসলে ভ্যাম্পায়ার, রক্তচোষা পিশাচ’! হঠাৎ কেমন এমন বললেন অভিনেত্রী রিমঝিম?
আরও পড়ুন-বলিউডে কেরিয়ার জমেনি! বিয়েও ভেঙেছে, এবার রাজনীতিতে আসতে আগ্রহী এষা, জানালেন হেমা মালিনী
এদিকে শ্রুতি-স্বর্ণেন্দুর এই রোম্যান্টিক ভিডিয়োতে মন মজেছে নেটপাড়ার। এক নেটিজেন লিখেছেন, ‘যেভাবে আপনি চোখের দিকে তাকালেন, উফ…’। আবার অনেকেই শ্রুতি-স্বর্ণেন্দু জুটির প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ আবার 'রাঙা বউ' শ্রুতির প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘লাল পরী ও হলুদ পরী’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত, শ্রুতি-স্বর্ণেন্দু বিয়ের আগেও কখনো তাঁদের প্রেম নিয়ে বিশেষ লুকোছাপা করেননি। স্বর্ণেন্দুর পরিচালনায় প্রথম ধারাবাহিক ‘ত্রিনয়নী’র সেটেই মন দিয়েছিলেন একে অপরকে। হ্যাঁ, নিজের সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দুরই প্রেমে পড়ে শ্রুতি। শুধু তাই নয়, তিনিই করেছিলেন প্রোপোজ করেন। বয়সের ফারাকের জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁদের। তবে সেসব তোয়াক্কা না করেই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। গতবছর সকলকে চমকে দিয়ে আইনি বিয়ে করে নেন শ্রুতি-স্বর্ণেন্দু। ইতিমধ্যেই দুজনে মিলে দুটি নতুন ফ্ল্যাট কিনেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। তার একটা ফ্ল্যাটে থাকে স্বর্ণেন্দুর পরিবার, অপর ফ্ল্যাটে শ্রুতির। জানিয়েছিলেন ২০২৫-এই হয়তো অগ্নিসাক্ষী সামাজিক বিয়েটাও সেরে ফেলবেন শ্রুতি-স্বর্ণেন্দু।