বাংলা সিরিয়াল আবার কেউ দেখে নাকি! মেগা সিরিয়ালের প্রসঙ্গ উঠলেই এমন নাক সিঁটকানি দেখা যায় অনেকের মধ্যে। আবার হাতের কাছে সিরিয়ালের নায়ক-নায়িকাদের দেখলে তাঁরাই ছবি তুলতে ভিড় জমান। এই দ্বিচারিতা নিয়েই সরব হলেন বাংলা টেলিভিশনের ‘রাঙা বউ’ শ্রুতি দাস।
সোশ্যাল মিডিয়ায় সবসময়ই মনের কথা মন খুলে বলতে ভালোবাসেন শ্রুতি। ট্রোলারের কড়া জবাব দেওয়া হোক কিংবা কোনও বিষয় নিয়ে নিজের মতামত, সবটাই খোলাভাবে জানান নায়িকা। এবার মহাগুরু মিঠুন চক্রবর্তীর বক্তব্যকে সমর্থন করে বাংলা সিরিয়ালের স্বপক্ষে গলা ফাটালেন অভিনেত্রী।
সদ্যই সম্প্রচারিত হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেখানেই এক অদ্ভূত অভিজ্ঞতার কথা শেয়ার করেন মিঠুন। গ্র্যান্ড মাস্টার জানান, একবার লন্ডন থেকে ফেরার পথে দু’জন মেয়ে তাঁর অটোগ্রাফ নেন এবং ছবি তোলেন। তাঁরা লন্ডনে থাকে কিন্তু ভারতীয়, তা বোঝা যাচ্ছিল। তাঁরা মিঠুনকে সরাসরি বলেন হিন্দি ছবি তাঁরা দেখেন না। এই কথা গায়ে লেগে যায় মিঠুনের। তিনিও পালটা প্রশ্নবাণে বিদ্ধ করেন দুজনকে। জানতে চান, ‘তাহলে আমায় চিনলেন কী করে? কোথায় আমায় নাচতে দেখলেন? আপনার বাড়িতে’? বেকায়দায় পড়ে দুজন সেখান থেকে কার্যত পালিয়ে যান।
মিঠুনের কথায়, ‘বাঙালিকে যেমন বলতেই হয় বাংলা ছবি দেখি না। ঠিক তেমনই এক। যেন জাত চলে যাবে।’ ওই ভিডিয়োটিই শেয়ার করে শ্রুতি লিখেছেন, ‘আমিও শুনি, দিদি একটা সেলফি তুলবেন? আমি যদিও এসব বাংলা সিরিয়াল দেখি না! আমার বাড়িতে মা দেখে! বাড়ি ফিরে কখনো আপনার সিরিয়াল চললে আপনাকে দেখতে পাই। রিমোট নিয়ে অশান্তি হয়…মা কে ছবিটা দেখালে খুশি হবে।’
শেষে শ্রুতির সংযোজন, ‘বাংলা সিরিয়াল দেখি বললেই যেন জাত চলে যাবে’। বাংলা ছবি-সিনেমা নিয়ে বাঙালিদের মধ্যে যে হিপোক্রেসি রয়েছে সেই নিয়ে সুর চড়ালেন শ্রুতি। এখানেই শেষ নয়, সিনেমা ও সিরিয়াল নায়ক-নায়িকাদের মধ্যেও ফারাক লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে আগে কথা বলতে শোনা গিয়েছে তৃণা সাহার মতো জনপ্রিয় টেলি নায়িকাকে।