শেরশাহ-র পর ফের একবার আর্মি ইউনিফর্মে সিদ্ধার্থ মালোহত্রা। বৃহস্পতিবার সামনে এল যোদ্ধা-র ট্রেলার। এই ছবিতে ভারতীয় সেনার নির্ভীক অফিসার অরুণ কাটিয়ালের চরিত্রে অভিনয় করেছেন। শত্রুর সাথে কোনওরকম আলোচনায় বিশ্বাসী নন অরুণ, দেশের জন্য জান লড়িয়ে দেন সবসময়, শহীদ হতেও দু-বার ভাববেন না তিনি।
ট্রেলার জুড়ে অ্যাকশন,ইমোশন ভরপুর। রয়েছে মারকাটারি সংলাপ। ভারতীয় সেনার অবতারে ‘শেরশাহ’র পর ফের নজর কাড়লেন সিদ্ধার্থ। এই ছবিতে সিদ্ধার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিশা পাটানি এবং রাশি খান্না।
সিদ্ধার্থ মালহোত্রার যোদ্ধার ট্রেলার
সাগর আমব্রে ও পুষ্কর ওঝা পরিচালিত এই ছবিতে সিদ্ধার্থ অভিনীত চরিত্রের নাম অরুণ। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন রণিত রায়। বাবাকে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে দেখে বড় হয়েছে অরুণ। নিজের ইউনিফর্মের প্রতি সম্মান, দেশের জন্য প্রাণ উৎসর্গ করার তাগিদ তাঁর ছোট থেকেই। বাবার স্বপ্নপূরণ করতে আর্মিতে যোগও দেয় সে কিন্তু দেশের স্বার্থরক্ষা করতে গিয়ে কপালে জোটে 'সাসপেনশন' এবং 'বিশ্বাসঘাতক' তকমা। এরপরেও সিদ্ধার্থ দেশকে রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উজার করে দেন।
বিমান হাইজ্যাক করার সন্দেহ তাঁর উপর। অথচ মাঝ আকাশে সন্ত্রাসবাসীদের সঙ্গে একা লড়াই করে যাত্রীদের প্রাণ তথা দেশ বাঁচানোর মরিয়া লড়াই করতে দেখা গেল সিদ্ধার্থকে। তাঁর অঙ্গীকার, ‘আমি বেঁচে থাকি বা না থাকি, আমার দেশ অবশ্যই থাকবে’।
ছবিটি সম্পর্কে আরও
সম্প্রতি, নির্মাতারা সিনেমা থেকে প্রথম গান, জিন্দেগি তেরে নাম রিলিজ করেছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবি আগামী ১৫ মার্চ মুক্তি পাবে।
এর আগে ছবিটি প্রথমে গত বছর নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, বক্স অফিস ক্ল্যাশ এড়াতে একাধিকবার পিছিয়েছে মুক্তি।
যোদ্ধা সম্পর্কে সিদ্ধার্থ মালহোত্রা
সিদ্ধার্থ উচ্ছ্বসিত ফের এক সেনা জওয়ানের ভূমিকায় অভিনয় করতে পেরে। অভিনেতা বলেন, ‘এর অংশ হওয়া একটি অসাধারণ যাত্রা ছিল। চলচ্চিত্রের আখ্যানে বোনা সাহস এবং দেশপ্রেমের গভীরতা সত্যই অনুপ্রেরণামূলক। আমি এই সিনেমাটিক ওডিসিটি দর্শকদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’।