আদর্শ স্বামী কে? না এমন কোনও ডেফিনিশন বোধহয় নেই। তবে অনেক মেয়েরাই যেমন প্রেমিক বা বর আশা করে থাকেন তেমনই কাউকে যেন এদিন সিদ্ধার্থের মধ্যে খুঁজে পেলেন তাঁরা। কী করেছেন সিদ্ধার্থ? নিজেই দেখুন।
কিছুদিন আগে মে মাসে স্ত্রী কিয়ারাকে নিয়ে জাপানে বেড়াতে গিয়েছিলেন ‘শেরশাহ’ খ্যাত নায়ক। সম্প্রতি তাঁদের সেই ট্রিপ থেকেই বেশ কিছু ছবি শেয়ার করলেন তিনি। শুধু শেয়ার নয়, রীতিমত মাথা ঘোরানো ক্যাপশন পর্যন্ত দিলেন সেখানে।
সিদ্ধার্থ এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে দুটি ছবি পোস্ট করেছিলেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তাঁর দুই হাতে ভর্তি শপিং ব্যাগ যা তিনি কাঁধে ধরে রেখেছেন। রাতের শহরে এভাবেই তিনি রাস্তা পার হতে ব্যস্ত। এই ছবিটা তিনি পোস্ট করে কিয়ারাকে ট্যাগ করে লেখেন 'স্বামীর দায়িত্ব পূরণ করছি। একটি ব্যাগ একবারে।' দাঁড়ান, দাঁড়ান এখানেই শেষ নয়। এরপর আরও একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে তাঁকে একটি Wrap খেতে দেখা যাচ্ছে। সেই ছবিতে তিনি আবারও কিয়ারাকে মেনশন করে লেখেন 'ব্যাগে' ফেরত যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া। ধন্যবাদ কিয়ারা এই ট্রিট দেওয়ার জন্য।'
![<p>সিডের ইনস্টা স্টোরি</p> <p>সিডের ইনস্টা স্টোরি</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/06/01/original/WhatsApp_Image_2023-05-31_at_11.42.16_PM_1685587319979.jpeg)
সিডের ইনস্টা স্টোরি
স্বামীর এই মজায় উত্তর দিতে মোটেও ছাড়েননি অভিনেত্রী। তিনি অভিনেতাকে যোগ্য জবাব দিয়ে বলেন, 'এটা নিশ্চিত করছিলাম যাতে ও শরীর চর্চা করে। সিড ফিট!' পরের ছবির উত্তরে অভিনেত্রী লেখেন, 'সবসময়'।
![<p>সিডের ইনস্টা স্টোরি</p> <p>সিডের ইনস্টা স্টোরি</p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/06/01/original/WhatsApp_Image_2023-05-31_at_11.42.17_PM_1685587353059.jpeg)
সিডের ইনস্টা স্টোরি
বলিউডের এই তারকা জুটি নিয়ে কম চর্চা হয়নি। এঁরা কখনই আবার কাপল গোল সেট করতেও ছাড়েন না। শোনা যায় শেরশাহ ছবির সেটেই তাঁদের প্রেম কাহিনি শুরু হয়। এরপর দীর্ঘ কয়েক বছর প্রেম করার পর অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন সিড কিয়ারা। তাঁরা জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বিয়ে করেন। বিয়ের পর ছবি শেয়ার করে লেখেন ' এখন আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গেল।'