বাংলা নিউজ > বায়োস্কোপ > হাওয়ায় উড়ল পা, মেয়েকে বিছানায় শোওয়াতে নাজেহাল সোহা! ফাঁস বেডরুমের CCTV ফুটেজ

সদ্য ৭ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন সোহা আলি খান এবং কুণাল খেমু। নেটমাধ্যমে শুভেচ্ছায় ভেসেছেন দম্পতি। সোমবার খুদে মেয়ে ইনায়া নাওমি খেমুর সঙ্গে ইনস্টাগ্রামে বাড়ি অন্দরের সিসিটিভির একটি ভিডিয়ো ফুটেজ শেয়ার করেন সোহা। মেয়ে ঘুমে বিভোড়, তাঁকে আলতো করে বিছানায় শুয়ে দিতে দেখা যাচ্ছে নায়িকাকে। আর সেখানেই ট্যুইস্ট। 

ভিডিয়ো শেয়ার করে সোহা লেখেন, ‘যখন আপনি জানেন যে এটি শিশুর বিছানায় শুতে যাওয়ার সময়…’। সেই ভিডিয়োতে দেখা গেছে, ইনায়াকে বিছানায় আলতো করে শোয়াতে গিয়ে হাওয়ায় পা উঠে যায় সোহার। আসলে মা তো, মেয়ের ঘুম থেকে উঠে যাওয়ার আশঙ্কায় যতটা সতর্কতা অবলম্বন করা সম্ভব, তিনি ততটাই করেছেন। দেখুন সেই ভিডিয়ো-

সোহার শেয়ার করা এই ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেন। 

২০১৫ সালের ২৫ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পতৌদি বাড়ির ছোট মেয়ে সোহা আলি খান এবং অভিনেতা কুণাল খেমু। গতকালই সপ্তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তাঁরা। বিয়ের দুই বছরের মাথায়, ২০১৭ সালে ২৯ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। আদর করে এই তারকা দম্পতি মেয়ের নাম রাখেন ইনায়া নাওমি খেমু। খুদে ইনায়া, কিংবা নিত্য দিনের কোনও ক্রিয়াকলাপ, স্বামী কুণালের সঙ্গে সম্পর্কের কেমিস্ট্রি প্রায়শই নজর কাড়ে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া দেওয়ালে।

 

 

বন্ধ করুন