বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Actor: ছবির এই ছোট্ট ছেলেটি এখন অভিনয় দিয়ে দর্শকদের দিলখুশ করছেন! দেখুন তো চিনতে পারেন কিনা

Tollywood Actor: ছবির এই ছোট্ট ছেলেটি এখন অভিনয় দিয়ে দর্শকদের দিলখুশ করছেন! দেখুন তো চিনতে পারেন কিনা

কে বলুন তো এই অভিনেতা?

Soham Majumder: কেরিয়ারের শুরুটা হয়েছিল বলিউডের হাত ধরে। হ্যাঁ, হিন্দি ছবি দিয়ে পথ চলা শুরু করেও এখন একটার পর একটার দুর্দান্ত কাজ করে চলেছেন বাংলায়। উপহার দিচ্ছেন দিলখুশ করে দেওয়ার মতো ছবি। সেই অভিনেতাই পোস্ট করলেন তাঁর ছোটবেলার ছবি। বলুন তো তিনি কে?

এই অভিনেতার কেরিয়ারের শুরুটা হয়েছিল বলিউডের হাত ধরে। তারপর যদিও তিনি বাংলায় চলে আসেন। এখন এখানেই, টলিউডেই একটার পর একটা দুর্দান্ত কাজ করে চলেছেন। ওয়েব সিরিজ থেকে সিনেমা সর্বত্রই তাঁর অবাধ বিচরণ। এ যেন অভিনেতা, তথা বহু বাঙালি রমণীর ক্রাশ সম্প্রতি নিজের ছোটবেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। দেখুন তো চিনতে পারছেন কিনা!

অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি একটা পুরনো দিনের সাদা অ্যাম্বাসেডরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। তাঁর পরনে সাদা রঙের প্রিন্টেড টিশার্ট। হাত কাটা টিশার্ট, থ্রি কোয়ার্টার জিন্স আর ঘড়ি পরে ছবিতে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তিনি আজকের দিনের কোন অভিনেতা বলুন তো? চিনতে পারছেন না? আচ্ছা হিন্ট দিচ্ছি।

এই অভিনেতার সঙ্গে সম্প্রতি ছোটপর্দার ভীষণ জনপ্রিয় এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁরা নাকি প্রেম করছেন। চিনতে পারলেন না? আচ্ছা আরও একটু সাহায্য করছি। তাঁর একটার পর একটা কাজ দেখে দর্শকদের দিলখুশ হয়ে যাচ্ছে। এবার নিশ্চয় পেরেছেন? হ্যাঁ, ঠিক আন্দাজ করেছেন, ইনি সোহম মজুমদার।

সোহম সম্প্রতি তাঁর ছোটবেলার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। ফিরে যান ছোটবেলার দিনগুলোতে। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'যখন ছোট ছিলাম ভাবতাম কবে বড় হবো এবং জীবনের সিদ্ধান্ত নিজেই নেব যে কোথায় যাব, কী করব। কারও অনুমতি লাগবে না। এই দিনগুলোতে বাড়িতে অতিথি এলেই আমাকে সেই যে হলুদ পাখি গানটি গাইতে হতো। সেই দিনগুলোকে আমি খুব মিস করি।' তিনি এই পোস্টে আরও লেখেন, 'এই গাড়ি চালানোর অনুমতি ছিল না আমার। সেই আক্ষেপ এখনও রয়ে গিয়েছে। আরও একটা কথা এখনও মনে পড়ে, আমার সেই পাঁচ বছরের জন্মদিনের সুপারম্যান কস্টিউম পরা ছবিটা যদি থাকত তাহলে কী ভালোই না হতো!'

অভিনেতাকে কিছুদিন আগেই মধুমিতা সরকারের সঙ্গে দিলখুশ ছবিতে দেখা গিয়েছে। দর্শকদের থেকে ভালো প্রশংসা পেয়েছে এই ছবি। তিনি এখন বাংলায় সিনেমা ওয়েব সিরিজে কাজ করছেন। একই সঙ্গে বলিউডেও কাজ করছেন। আগামীতে টাবুর সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাঁকে। শাহিদ কাপুরের কবীর সিং ছবিতে তাঁকে প্রথমবার দেখা গিয়েছিল।

বায়োস্কোপ খবর

Latest News

সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না..' দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি কালীঘাট-বেলুড়মঠ, কাশী-বৈদ্যনাথধামের পর্যটনে জোর দিতে ৬ নয়া বন্দে ভারত, রইল রুট অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের ব়্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভারতীয় দলে ধোনির প্রথম দিন গুলো কেমন ছিল? মাহির অজানা গল্প বললেন আকাশ চোপড়া ৫দিনের টেস্টে ১ বলও গড়ায়নি! তাই পরের সিরিজের প্রস্তুতি সেড়েছেন কিউয়ি-আফগান দল… 'পুলিশ নিজের কাজ করেনি', সন্দীপ-অভিজিৎকে নিয়ে আদালতে বিস্ফোরক CBI যৌন হেনস্থার ৬০% অভিযোগ পরিচালকদের বিরুদ্ধে, স্বরূপের মন্তব্য়ে মানহানির নোটিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.