বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohini-Shovan: ‘মা ফোন করে জানতে চাইছে…’, বয়সে ছোট শোভনের গলাতেই মালা দেবেন সোহিনী?

Sohini-Shovan: ‘মা ফোন করে জানতে চাইছে…’, বয়সে ছোট শোভনের গলাতেই মালা দেবেন সোহিনী?

শোভনে থিতু হবেন সোহিনী?

Sohini-Shovan: ইমনের ‘বয়সে বড়’ হওয়াটাই নাকি বাধ সেধেছিল তাঁদের সম্পর্কে। ফের একবার বয়সে বড় নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শোভন। বিয়ে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সোহিনী। 

তাঁর জীবনে প্রেম এসেছে। কিন্তু তিনি থিতু হননি। টলিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা তিনি। কথা হচ্ছে সোহিনী সরকারের। দীর্ঘদিন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে থেকেছেন, লিভ ইনেও ছিলেন তাঁরা। তবে টেকেনি প্রেম। আপতত গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সোহিনীর বাগদানের চর্চা তুঙ্গে। আরও পড়ুন-শোভনের অনামিকায় ‘এনগেজমেন্ট’ রিং! সুইডেনে বাগদান সেরে নিলেন সোহিনীর সাথে?

এই বছর প্রেমদিবসটা সাত সমুদ্র পারে কাটিয়েছেন দুজনে। সুইডেনে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই নাকি বাগদান সেরে ফেলেছেন তাঁরা। টলিউডের বিয়ের মরসুমের মাঝে কি এবার জুড়তে চলেছে শোভন-সোহিনীর নাম? গায়কের সঙ্গে সম্পর্ককে এখনও অফিসিয়্যাল করেননি সোহিনী। শোভন বারবার প্রেমে সিলমোহর দিয়েও তার চিহ্ন মুছে চলেছেন সোশ্যাল মিডিয়া থেকে। 

সুইডেনে ঘুরতে গিয়ে শোভনের অনামিকায় দেখা গিয়েছে ‘এনগেজমেন্ট রিং’। দিন কয়েক আগেও সেটি শোভেনের আঙুলে ছিল না। নিন্দকদের দাবি সোহিনীই সেটি পরিয়েছেন প্রেমিকের অনামিকায়। সত্যি কি সেরে ফেলেছন বাগদান? আনন্দবাজার অনলাইনকে শোভনের চর্চিত প্রেমিকা বলেন, ‘আমার অনামিকার কোনও আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চায়, সত্যিটা কী।’ শোভনের সঙ্গে কি বিয়ের পরিকল্পনা নেই সোহিনীর? নায়িকা বিশ্বাস করেন জন্ম,মৃত্যু, বিয়ে- তিন বিধাতা নিয়ে। জানিয়েছেন, 'আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভাল কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু, ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে আমাদের জন্য। আমরা শুধু বাস্তবায়ন করি।’

সোহিনী বয়সে শোভনের চেয়ে বড়। কিন্তু কত বড় তা নিয়ে দ্বিমত রয়েছে। উইকিপিডিয়া বলে, সোহিনীর জন্ম ১৯৮৭ সালের ৬ই মার্চ। আরেকটা তথ্য বলছে নায়িকার জন্ম ১৯৯১ সালের ১লা অক্টোবর। ১ এপ্রিল ১৯৯৩, এই হল শোভনের জন্মদিন। ২০০৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন শোভন। তাই কমপক্ষে সোহিনী তাঁর প্রেমিকের চেয়ে দেড় বছরের বড়। তবে সোহিনী, শোভনের জীবনের প্রথম বয়সে বড় প্রেমিকা নন। 

কেরিয়ারের একদম শুরুতে ইমন চক্রবর্তীর প্রেমে হাবুডুবু খেয়েছেন শোভন। দুজনের বয়সের ফারাক, বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। ইমনের চেয়ে বছর চারেকের ছোট ছিলেন শোভন। দুজন সম্পর্কে থাকাকালীন এক রিয়ালিটি শো-এর মঞ্চে ইমনকে নিয়ে শোভনের মা বেশকিছু মন্তব্য করেছিলেন, যা পছন্দ হয়নি গায়িকার ভক্তদের। নিন্দকদের দাবি বয়সে বড় বউমা মানতে আপত্তি ছিল শোভনের পরিবারের, যা দুজনের সম্পর্ক ভাঙার পিছনে অন্যতম কারণ।

ইমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন শোভন, যদিও সেই ভালোবাসাও টেকেনি। শোভনের দাবি, সোহিনী নাকি তাঁর জীবনের ‘অ-পরিবর্তনশীল সরকার’। সত্যি কি তাই? ভবিষ্যত সেই জবাব দেবে।  

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মমতা! শুনে নিন বিজয়ার গান, শেয়ার কুণালের ৩৭ বার ২০০-র বেশি রান! সামারসেট, CSK, RCB-কে টপকে T20-তে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বাড়ানো হল সলমন খানের বাড়ির বাইরের নিরাপত্তা দশমীতে একটা নতুন শাড়ি কিনে দিলে না! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ বধূর মুকেশ-শাহবাজের সাঁড়াশি আক্রমণে ভাঙল UP-র প্রতিরোধ, রঞ্জির ১ম ইনিংসে লিড বাংলার পুজোয় অপরূপা অপরাজিতা! কেমন কাটল অভিনেত্রীর পুজো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.