বাংলা নিউজ > বায়োস্কোপ > Shovan-Sohini Engagement: শোভনের অনামিকায় ‘এনগেজমেন্ট’ রিং! সুইডেনে বাগদান সেরে নিলেন সোহিনীর সাথে?

Shovan-Sohini Engagement: শোভনের অনামিকায় ‘এনগেজমেন্ট’ রিং! সুইডেনে বাগদান সেরে নিলেন সোহিনীর সাথে?

শোভনের আঙুলে সোহিনীর নামের আংটি? 

Shovan-Sohini Engagement: বরফঢাকা সুইডেনের কোলে শোভনের ‘প্যায়ার কা নাগমা’, ভালাবোসায় ভেসে শুভ কাজটা সেরে ফেললেন সোহিনী-শোভন?

তাঁদের প্রেম এখন টলিপাড়ার ওপেন সিক্রেট। প্রেম নিয়ে বেশি রাখঢাক না-পসন্দ শোভনের। তাই মাঝেমধ্যেই সোশ্যালে তাঁর জীবনের 'অপরিবর্তনশীল সরকার'-এর প্রতি প্রকাশ্যে প্রেম জাহির করেন। কিন্তু কয়েক মুহূর্ত পর তা গায়েব! এই লুকোচুরির মাঝেই টলিগঞ্জে শুরু নতুন জল্পনা। বাগদান সেরে ফেলেছেন সোহিনী-শোভন! হ্যাঁ, এই বছর প্রেমদিবসটা সুইডেনের বরফ চাদর গায়ে ঢেকে কাটিয়েছেন দুজনে। আরও পড়ুন-'আমাদের প্রেমপত্রে….', সোহিনীর সঙ্গে আদুরে ছবি দিয়ে ফের মুছলেন, শোভনে ভরসা নেই?

বরফের দেশে দুজনে ঘুরতে গিয়েছেন, সেই ইঙ্গিত মিলেছিল সোশ্যালে। পরে তো ভুলবশত একসঙ্গে ছবিও পোস্ট করে দেন শোভন। ১০ মিনিট পরে ডিলিট! এর মাঝেই চর্চায় শোভনের নতুন রিল ভিডিয়ো। যা তৈরি করেছে এনগেজমেন্টের জল্পনা। সুইডেনের বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে শোভন গাইছেন, ‘জিন্দেগি অউর কুছভি নেহি তেরি মেরি কাহানি হ্যায়….’।

শোভনের সুরেলা গলা তেমন মন মাতালো, তেমনই চোখ টানলো তাঁর ডান হাতের অনামিকা। সেখানে জ্বলজ্বল করছে সোনার আংটি। এখন আপনার মনে হতেই পারে এতো আম ব্যাপার, হাতে আংটি তো অনেকেই পরে! কিন্তু না মশাই, শোভনকে যারা কাছ থেকে জানেন তাঁরা ভালো মতোই জানেন গায়ক দু-হাতে কোনও আংটি পরতেন না। জানুয়ারি মাসের শেষেও শোভনের সোশ্যাল মিডিয়া পোস্ট তার প্রমাণ দেবে। তাহলে কি বিদেশে বেড়াতে গিয়ে সোহিনীর সঙ্গে বাগদানটা সেরে ফেললেন শোভন?

হিমশীতল দেশে শোভনের মনে ফাগুনের আগুন! ভিডিয়োতে দেখা গেল, শীতপোশাকে নিজেকে ঢেকে গান জুড়েছেন শোভন। ভক্ত মনে প্রশ্ন, ক্যামেরার ওপারে কে? গায়ক গাইছেন ‘জিন্দেগি অউর কুছ ভি নেহি, তেরি মেরি কহানি হ্যায়’— তেরি শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আঙুল উঠল সামনের দিকে! সাথে সাথে ঠোঁটের কোণে হাসির ঝিলিক। শোভনের 'প্যায়ার কা নগমা' শুনে কি গোপনে মন ভেসেছে সোহিনীর?

<p>জানুয়ারির শেষলগ্নের ছবিতে শোভনের হাতের ফাঁকা আঙুল (ছবি সৌজন্যে-শোভন গঙ্গোপাধ্যায়) </p>

জানুয়ারির শেষলগ্নের ছবিতে শোভনের হাতের ফাঁকা আঙুল (ছবি সৌজন্যে-শোভন গঙ্গোপাধ্যায়) 

উত্তর তো সময় দেবে! গত ১৯শে জানুয়ারি সোহিনীর সঙ্গে নিজের সম্পর্ককে ফেসবুক-অফিসিয়্যাল করেও মুছে দেন শোভন। সুইডেনে বাগদেবীর আরধনার ফাঁকে তোলা ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমাদের প্রেমপত্রে, আমাদের কথায় বিদ্যা বাস করুক…’ সাথে ভালোবাসার চিহ্ন আঁকেন গায়ক।

শোভনের লাভ লাইফও কম চর্চিত নয়। বয়সে বড় ইমনের সঙ্গে প্রেম টেকেনি, মাঝে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে মন দেন শোভন। তবে সেই প্রেম কাহিনীর পরিণতি শোভনীয় হয়নি। ২০২৩-এর মাঝামাঝি দুজনের ব্রেক-আপের খবর জানাজানি হয়। যদিও স্বস্তিকা জানান অনেক আগে মন আলাদা হয়েছে দুজনের। এরপর সোহিনী সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান শোভন।

এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সোহিনী, শোনা যায়, দুজনে লিভ ইনও করতেন একটা সময়। তবে সেই প্রেম টেকেনি। আপতত টলিপাড়ার বসন্তের হাওয়া। কাঞ্চন-শ্রীময়ী আইনি বিয়ে সেরেছেন। ৬ই মার্চ সামাজিক বিয়ে, তার আগে তিন নম্বর বিয়েটা সারছেন অনুপম রায়। পাত্রী প্রশ্মিতা পাল। অন্যদিকে সত্যজিৎ রায়ের পৌত্র সৌরদীপও দীর্ঘদিনের প্রেমিকা সৃজাতাকে বিয়ে করছেন ১লা মার্চ! শোভন-সোহিনীও কি জলদি সুখবর দেবেন?

 

বায়োস্কোপ খবর

Latest News

দুর্গাপুজোর আগে ঘরে নিয়ে আসুন লজ্জাবতী গাছ! শুভ ফল পেতে দেখে নিন বাস্তুটিপস বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট ব়্যাঙ্কিংয়ের সেরা পাঁচে রোহিত, প্রথম দশে কোহলিরাও 'শুভবুদ্ধির উদয় হোক', জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকল নবান্ন, ‘দুর্ভাগ্যজনকভাবে…..’ 'ঝাঁঝ-অদম্য জেদ আছে…', জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের ‘ভাষা’য় মুগ্ধ সুদীপ্তা! ‘সরকারি হাসপাতালের পরিবেশ, আসলে তো তোমরাই করছ শেষ…’! নচিকেতার কথায় বিঁধল দেবাংশু আরজি কর নিয়ে সত্যিই কি মমতার পাশে RSS? রাষ্ট্রপতি শাসন হবে? খোলসা করলেন শুভেন্দু সাইবার প্রতারণার বাড়বাড়ন্ত, মোকাবিলায় ৫০০০ কমান্ডো মোতায়েন করবে কেন্দ্র পুজোর অফার দিচ্ছে Tata, একাধিক গাড়িতে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় সুপার বেবি রাজ-কন্যা ইয়ালিনি! মাত্র ১০ মাস বয়সে শুভশ্রীর মেয়ে দাঁড়িয়ে নিজের পায়ে খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব! টেক্কার ঝলক সামনে এনে লিখলেন, ‘এবার শেষ খেলা…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.