কোনও ধারাবাহিক চলাকালীন সেখানে দেখানো চরিত্রটাই যেন দর্শক মনে একটা ছাপ ফেলে রেখে যায়। এমনটা এর আগেও হয়েছে। একজন অভিনেত্রীকে তাঁর নিজের নামের থেকে তখন দর্শক সেই মেগার যে চরিত্র সেই নামেই চেনে। এমনকী, একটু অন্য সাজে সেই অভিনেতা বা অভিনেত্রীকে দেখলেও বরদাস্ত করতে পারে না। এমনটাই হল টলিউডের জনপ্রিয় নায়িকা শোলাঙ্কি রায়ের সাথে।
সোশ্যাল মিডিয়ায় নিজের সাম্প্রতিক এক ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাঁর দেখা মিলল অল ব্ল্যাক লুকে। কালো রঙের ডিপ ভি নেক টপে স্পষ্ট অভিনেত্রীর বুকের খাঁজ, সাথে লেদার প্যান্ট আর জ্যাকেট।
তবে শোলাঙ্কির এই সাজ নিয়েই আপত্তি তুলতে দেখা গেল নেটপাড়ার বড় একটা অংশকে। কেউ কেউ লিখলেন, ‘খড়ি তোমাকে এভাবে দেখব ভাবতে পারিনি’। আবার কারও মত, ‘আপনি আমার পছন্দের এক মিষ্টি নায়িকা। এরকম পোশাক আপনার লুকসের সাথে ম্যাচ করে না… প্লিজ।’
আপাতত স্টার জলসায় তাঁর ধারাবাহিক ‘গাঁটছড়া’ মারাত্মক জনপ্রিয়তা পেয়েছে। টপে থাকা ‘মিঠাই’কে সরিয়ে দিয়ে সেই জায়গা নিয়ে ফেলেছে ‘গাঁটছড়া’ পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে। খড়ি আর ঋদ্ধিমান জুটি নিয়েও মাতামাতি কম হচ্ছে না!
প্রসঙ্গত, শোলাঙ্কিকে এরমধ্যে দেখা গিয়েছে বড় পরদাতেও। যিশু সেনগুপ্তর সাথে ‘বাবা বেবি ও’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। বেশ ভালো ব্যবসা করেছে ছবিটি বক্সঅফিসে। ২০১৪ সালে ‘কথা দিলাম’ ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেন। ‘ইচ্ছে নদী’তে তাঁর আর বিক্রমের জুটিও সকলের খুব পছন্দের ছিল। তাঁর অভিনীত ‘প্রথমা কাদম্বিনী’ও খুব জনপ্রিয় ছিল। ছোট পরদার পাশাপাশি ‘ধানবাদ ব্লুজ’, ‘পাপ’, ‘মন্টু পাইলট’-এর মতো ওয়েব সিরিজে দেখা মিলেছে শোলাঙ্কির।