বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সোনামণি সাহা। ‘দেবী চৌধুরাণী’, ‘মোহর’-এর মতো হিট মেগার প্রধান মুখ তিনি। অথচ টিআরপি তালিকায় সে-ভাবে দাগ কাটতে না পারায় মাত্র ১৪ মাসেই ইতি পড়েছে নায়িকার চলতি ধারাবাহিক এক্কা-দোক্কায়। আগামী রবিবার শেষ হচ্ছে সোনামণি সাহা, প্রতীক সেন, সপ্তর্ষি মৌলিক অভিনীত এই মেগা। টিআরপি-র হাল ফেরাতে গল্পের ট্র্যাক বদল হয়েছিল, 'সোনাতিক' ম্যাজিকও শেষরক্ষা করতে পারেনি। আগামী সোমবার থেকে রাত ৯টায় ‘এক্কা দোক্কা’র জায়গা নিচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়েরই নতুন মেগা ‘জল থই থই ভালোবাসা’। আরও পড়ুন-এক্কা-দোক্কার শেষদিনের শ্যুটিংয়ে একফ্রেমে প্রতীক-সোনামণি,‘রাধিরাজ’-এর ভাঙনই কাল?
এর মাঝেই বুধবার টেলিপাড়ায় আচমকা খবর রটে যায়, জলসার আসন্ন মেগায় ফিরছেন সোনামণি। সুব্রত রায় প্রোডাকশনের একটি পুরাণভিত্তিক বা ইতিহাস নির্ভর সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। সত্যি কি তাই? খোঁজ নিতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল সোনামণির সঙ্গে। হাসিমুখে সোনামণি জানালেন, ‘আপনাদের মতো আমিও ফেসবুকেই দেখেছি এই খবর। আমি নিজেই কিছু জানি না! বলতে পারব না কোথা থেকে এই নিয়ে খবর হয়ে গেল।’ এরপর সোনামণির সংযোজন, ‘আমার টেলিভিশনে একটানা পরপর কয়েকটা প্রোজেক্ট হয়ে গেল, গায়ে গায়েই বলা যায়। এখন চ্যানেল একটু ব্রেক দিয়েছে, আমিও একটু বিরতি চাই।’
তাহলে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার কি ওটিটি প্ল্যটফর্ম বা সিনেমায় দেখা মিলবে সোনামণির? বেশ আশাবাদী ভঙ্গিতে জবাব দিলেন- ‘দেখা যায়, কথাবার্তা চলছে বেশকিছু ওটিটি প্রোজেক্টের, ফিল্ম নিয়েও কথাবার্তা চলছে। তবে কিছু চূড়ান্ত হয়নি। হলে সবাই জানতে পারবে’।
এই মুহূর্তে পুজো সংক্রান্ত নানান শ্যুট নিয়ে ব্যস্ত সোনামণি। সিরিয়ালের শ্যুটিং শেষ হলেও ছুটি নেই তাঁর! কিছু দিন আগেই মহিষাসুরমর্দিনীর অবতারে ইনস্টায় ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে সেটি স্টার জলসার মহালয়া কিংবা নতুন কোনও সিরিয়াল নয়, সোনামণির পুজো স্পেশ্যাল শ্যুট।
সিরিয়াল শেষের পর একটু ‘মি-টাইম’ এনজয় করতে চাইছেন সোনামণি। পুজোর ছুটিতে কলকাতার বাইরে ঘুরতে যেতে চান। কিন্তু কোথায় যাবেন? সেই পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। নায়িকার কথায়, ‘১ তারিখটা মিটলে কাজের চাপ একটু হালকা হবে, তখন বসে প্ল্যানিংটা সারব’। পুজোর পর নতুন উদ্যমে ফের কাজে নেমে পড়বেন সোনামণি। কিন্তু সেটা কোন মাধ্যম? তা এখনও চূড়ান্ত নয়।