জামনগর চলছে ভরপুর সেলিব্রেশন। আম্বানিদের বাড়ি সেজে উঠেছে অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানের জন্য। দেশ-বিদেশের নামী-দামী ব্যক্তিরা যোগ দিয়েছেন আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়ের অনুষ্ঠানে। ১ মার্চ থেকে জামনগরে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান। আয়োজনে কোনও খামতি রাখেনি আম্বানি পরিবার। বিশ্বের অন্যতম বিগ বাজেট প্রাক বিবাহ অনুষ্ঠানের সাক্ষী গুজরাটের জামনগর।
আম্বানিদের বিয়ে বাড়িতে বোন রিয়া কাপুরের সঙ্গে গুজরাটে হাজির হয়েছেন সোনম কাপুর। স্ত্রী সুনিতাকে সঙ্গে নিয়ে জামনগরে পৌঁছান অনিল কাপুর। অনুষ্ঠান থেকে নিজের সাজ পোশাকের ছবিও শেয়ার করেছেন সোনম কাপুর। কালো ঝলমলে গাউনে বোল্ড এবং গ্ল্যামারাস লুকে এ দিন ধরা দিয়েছেন সোনম। পোশাকের সঙ্গে গলায় চোকার পরেছেন তিনি। মেকআপের সময়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করেছেন সোনম। আরও পড়ুন: জামনগরে নামতেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন, দেখুন টাইগারের কেক কাটার ছবি
অনুষ্ঠানের শেষে বোন রিয়ার সঙ্গে একই বিছানায় শুয়ে আরাম করছেন, সেই ছবিও পোস্ট করেছেন সোনম। ছবিগুলি ইনস্টায় পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার প্রিয় রিয়ার সঙ্গে পার্টির আগে এবং পরে’।
এ দিনের অনুষ্ঠান থেকে স্ত্রী সুনিতার হাতে হাত রেখে ছবি পোস্ট করেছেন অনিল কাপুর। কালো পোশাকে ধার দিয়েছেন যুগল- অনিল একটি সাদা শার্ট, টাই, জ্যাকেট এবং ট্রাউজার পরেছেন। সুনিতা একটি ঝলমলে পোশাক বেছে নিয়েছেন। অনিল পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘যখন জামনগরে...’।
বিশ্বের তাবড় তাবড় সেলিব্রিটি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে সামিল হতে। তাঁদের জন্য জামনগরে করা হয়েছে সমস্ত ভিভিআইপি আয়োজন। শুক্রবার রাতে হয়েছে ককটেল পার্টি। আমন্ত্রিতরা যোগ দিয়েছেন সেই পার্টিতে।
অনন্ত রাধিকার সঙ্গীতে পারফর্ম করেছেন রিহানা। বৃহস্পতিবারই এই হলিউড পপ গায়িকা ও তাঁর টিম এসে হাজির হয় গুজরাটে। আপাতত এখানে রয়েছে সাইনা নেওয়াল,সস্ত্রীক সচীন, ধোনি, রণবীর কাপুর-আলিয়া ভাট, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানের গোটা পরিবার, সইফ করিনা তাঁদের দুই ছেলেকে নিয়ে সঙ্গে সারা ও ইব্রাহিম, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি-সহ একাধিক তারকা। বচ্চন পরিবারও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেখানে। প্রথম দিন সঙ্গীত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল গ্লোবাল স্টার রিহানার লাইভ পারফর্ম্যান্স।
ভারতের সবথেকে দামী বিয়ে হতে চলেছে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে। আর আমজনতাও রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের ছবি দেখার জন্য আছেন মুখিয়ে।