বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Sourav: ‘আমার কিছুটা হাত…’, বিরাটকে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে দাদাগিরিতে অকপট সৌরভ

Virat-Sourav: ‘আমার কিছুটা হাত…’, বিরাটকে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে দাদাগিরিতে অকপট সৌরভ

বিরাটকে ক্যাপ্টেন্সি থেকে সরানোয় কি হাত আছে সৌরভের?

সৌরভ একসময় জানিয়েছিলেন, বিরাটকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে তিনি নিজে বারণ করেছিলেন। যদিও বিরাটের মুখে ছিল অন্য কথা। সম্প্রতি এই নিয়ে ফের একবার জবাব দিতে দেখা গেল দাদাকে। 

২০২২ সালের গোড়ায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। সেই সময় অনেকেই দাবি তুলেছিলেন, সৌরভের কলকাঠিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময় সৌরভ বিসিসিআইয়ের সভাপতি। এরপর থেকে একটা তিক্ততার সম্পর্ক রয়েছে ভারতের হয়ে খেলা এই দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে। তবে সম্প্রতি দাদাগিরি খেলার সময় তা নিজের ঘাড় থেকে সম্পূর্ণ ঝেরে ফেললেন দাদা। স্পষ্ট জানিয়ে দিলেন, বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ায় কোনও হাতই তাঁর ছিল না।

দাদাগিরি খেলতে এসেছিল সম্প্রতি আলোর কোলে টিম। আর সেখানেই স্বীকৃতির সঙ্গে কথা প্রসঙ্গে সৌরভকে বলতে শোনা যায়, ‘আমি সত্যিই বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাইনি। যদিও অনেকেই তেমনটা মনে করেন।’

‘বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটে আর ক্যাপ্টেন্সি করতে চায়নি, তারপর আমি তাঁকে বলি তুমি যখন টি টোয়েন্টি ক্রিকেট করবে না, তখন হোয়াইট বলটাও ছেড়ে দাও। একজন হোয়াইট বল আর আরেকজন রেড বল ক্যাপ্টেন হোক।’, নিজের বক্তব্য যোগ করেন সৌরভ।

এরপর আরও বলেন, ‘হ্যাঁ রোহিতকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে আমার কিছুটা চাপ ছিল। ও সব ফরম্যাটে অধিনায়ত হত চইছিল না। তাই কিছুটা হয়তো হাত আছে। মনে রাখবে যে যত বড়ই অ্যাডমিনিস্ট্রেটর হোক, মাঠে ভালো খেলে খেলোয়াড়রাই।’

২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালের পরে আর কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেখা যায়নি বিরাটকে। এমনকী বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম চেয়ে নিয়েছেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে। সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিরাটের দাদা। তাঁকে এক অনুষ্ঠানে বলতে শোনা যায়, ‘বিশ্বকাপ ফাইনাল খেলার কয়েকদিনের মধ্যেই একই দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ছিল। বিশ্বকাপের চাপ সামলে এই সিরিজ খেলা সহজ নয়। তাঁরা (বিরাট আর রোহিত শর্মা) বিশ্রাম নিয়ে ঠিকই করেছেন, আশা করছি তরতাজা হয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে দু'জনে ফিরবেন।’ তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট এবং রোহিত খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তাঁরা নিজেরা কিছু জানাননি। বোর্ডের তরফেও ধোঁয়াশা বজায় রাখা হয়েছে।

তবে সৌরভ ব্যাপারটা সহজ করার চেষ্টা করলেও মানতে নারাজ বিরাট-ভক্তরা। তাঁরাই খুঁজে বের করেছিলেন, ইনস্টাগ্রামে বিরাট আর সৌরভকে ফলো করছেন না। এমনকী সৌরভের ফলো করার তালিকাতেও নাম নেই আর বিরাটের। সৌরভ একসময় জানিয়েছিলেন,  বিরাটকে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে তিনি নিজে বারণ করেছিলেন। অথচ বিরাট দাবি করেন যে, বোর্ডের কেউই আপত্তি করেনি। উল্টে বিরাটকে নাকি নেতৃত্ব ছাড়তে সেইসময় উৎসাহ দেওয়া হয়েছিল।

 

বায়োস্কোপ খবর

Latest News

'পন্ত-রাহুল সিনিয়র! তাই ওরাই আগে সুযোগ পাবে', সিরিজ শুরুর আগে স্পষ্টবার্তা গৌতির কলতানের গ্রেফতারি নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পুলিশ, বিচারপতি বললেন… ‘… গুঁজে দিন’! আরজি কর নিয়ে কটাক্ষ, সাইবার ক্রাইমে সিনেবাপের নামে অভিযোগ সৌরভের মুকুল রায়–জগন্নাথ সরকার ‘‌বেকসুর’‌, তৃণমূল কংগ্রেস বিধায়ক খুনে রায় বিশেষ আদালতের ‘আপনার ত্বক তো…’ বডি শেমিংয়ের শিকার নীনা-কন্যা, বিদ্রুপের জবাবে কী বললেন মাসাবা? মৌলবাদের বিরুদ্ধে গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার লেখক ‘আমার প্রথম লক্ষ্য হবে কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী করা’ ঘোষণা অতিশীর একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট! ‘এক দেশ, এক নির্বাচন’-র রিপোর্টে অনুমোদন সরকারের চাকরি হারিয়ে বেশিদিন বসে থাকতে হল না পন্টিংকে! IPL-র এই দলে যোগ দিলেন অজি তারকা… শনিদেব রেগে নেই, পিতৃপক্ষ থেকেই আশীর্বাদ করবেন ৫ রাশিকে! সংকট কাটিয়ে দেবেন কাদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.