সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হওয়ার পাশাপাশি ডোনার নিজস্ব পরিচিতি রয়েছে। শুধু বাংলার নয়, ভারতের অন্যতম প্রতিষ্ঠিত ধ্রুপদী নৃত্যশিল্পী তিনি। প্রথিত যশা এই ওডিসি নৃত্যশিল্পীও কিন্তু ট্রোলের মুখে পড়েন হামেশা। নাচ নিয়ে কটাক্ষ-বিদ্রুপ সইতে হয় অনেককিছুই।
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ডোনা। নিজের ফেসবুক পেজে মূলত নাচ সংক্রান্ত আপটেডই শেয়ার করেন। অন্যদিকে ব্যক্তিগত অ্যাকাউন্টে উঠে আসে নিজের রোজনামচা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, নাচ নিয়ে সমাজের ছুৎমার্গের কথা। ডোনা জানান, বিয়ের পরে নাচটা করে উঠতে পারে না, সংসারের চাপে নাচটা হয়ে ওঠে না। এটা ঘটেই থাকে। সত্যি বলতে কিছুদিন আগেই আমাকে একজন দেখালো, ফেসবুকে আমাকে একজন নাচুনি বলেছে। লিখেছে দাদার বউ নাচুনি। আমাকে বলল, আমি কেন এদের ব্লক করি না। আমি বললাম থাক। আমি প্রয়োজন মনে করি না। লিখেছে থাকুক'।
হ্যাঁ, কাটক্ষ নিয়ে মাথা ঘামাতে না-রাজ ডোনা। নিজের প্যাশনকে ফলো করাটাই তাঁর জীবনের একমাত্র মন্ত্র। আজতক বাংলাকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডোনা আরও বলেন, ‘আমি নিজের প্যাশন ফলো করি। আমি গর্বিত ভারতীয়। নিজের সংস্কৃতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি ভারতের সাংস্কৃতিক অ্যাম্বাসেডার। আমার গুরুজি আমাকে যা শিখিয়েছেন, আমি চেষ্টা করি সেটাকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে। বিশ্বের নানান প্রান্তে আমি সেই নৃত্য পরিবেশন করি। তাতে যদি আমাকে এই লোকটা নাচুনি বলে, আমার কিছু যায় আসে না। কারণ ওই লোকটা আন-কালচারড।…. উনি সেটা না বুঝলে আমি কী করব। আমি ওঁনাকে সংস্কৃতি শেখানোর দায়িত্ব নিইনি।’
ট্রোলারদের ‘ইগনোর’ করে জীবনে এগিয়ে যাওয়াটাই ডোনার কাছে শ্রেয়। নৃত্যশিল্পীর কথায়, ‘এগুলো নিয়ে রাগ হয় না। মনে হয়, লোকজন কতটা অশিক্ষিত। ভাবি দেশের আরও এগোনো উচিত।’
কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের সুযোগ্যা শিষ্যা ডোনা। তাঁর নাচের ট্রুপ রয়েছে। নাম ‘দীক্ষা মঞ্জরি’। দেশে-বিদেশে পারফর্ম করেন তিনি। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও দীক্ষা মঞ্জরির পারফর্ম্যান্স তাক লাগিয়েছে।
প্রসঙ্গত, মহারাজের কিশোর বয়সের প্রেম ডোনা, পরস্পরের প্রতিবেশী ছিলেন তাঁরা তবে বেহালার গাঙ্গুলি আর রায় পরিবারের মধ্যেকার সম্পর্ক একেবারেই মধুর ছিল না। পরিবারের কাছে লুকিয়ে ১৯৯৬ সালের অগস্ট মাসেই আইনি বিয়েটা সেরে ফেলেছিলেন দুজনে। এক বছর পর সবটা জানাজানি হতে সামাজিক রীতি মেনে চারহাত এক হয় দুজনের। দাম্পত্য জীবনের ২৭ বছর পার করে ফেলেছেন তাঁরা। সৌরভ-ডোনার একমাত্র সন্তান সানা।