বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti Chatterjee: ‘ওঁরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছেন’, কাদের বিরুদ্ধে তোপ শ্রাবন্তীর

Srabanti Chatterjee: ‘ওঁরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছেন’, কাদের বিরুদ্ধে তোপ শ্রাবন্তীর

বিতর্ক নিয়ে সরব শ্রাবন্তী চট্টোপাধায়

Srabanti Chatterjee: শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে নানা সময়ে, রটেছে নানা গল্প। সেসব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন তাঁর আগামী ছবি হাঙ্গামা ডট কমের শ্যুটিংয়ে ব্যস্ত। তাঁরই ফাঁকে আনন্দবাজারের মুখোমুখি বসেছিলেন ইন্টারভিউয়ের জন্য। আর সেখানেই তিনি জানান যেখানে এখন বাংলা ইন্ডাস্ট্রির সকলেই একটু অন্যধারার ছবি করতে ব্যস্ত, সেখানে নাচ গান কম সেখানে দাঁড়িয়ে তিনি এই ছবিতে বেছে নিলেন কারণ এই ছবির গল্প তাঁর খুব মজার লেগেছে। বর্তমান সময়ে সকলে আনন্দ করতে ভুলে যাচ্ছে বলেই অভিনেত্রী জানান। তাই তিনি চান এই ছবিগুলোর মাধ্যমে দর্শকরা যদি ব্যস্ততা ভুলতে পারে, সেটারই চেষ্টা করা হচ্ছে।

তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজে কেমন ছবি পছন্দ করেন? এই প্রশ্নে তিনি জানান যে সমস্ত ধরনের ছবি দেখতেই তিনি ভালোবাসেন। শ্রাবন্তী জানান 'এই মুহূর্তে ফোর মোর শর্টস প্লিজ এ মগ্ন আমি।'

কিছুদিন আগেই শ্রাবন্তী, নুসরত, মিমিকে পার্টি করতে দেখা যায়, সেই বিষয়ে অভিনেত্রী জানান যে তাঁরা তিনজন খুবই ভালো বন্ধু। 'একসঙ্গে খাওয়াদাওয়া করি। মজা করি। বিন্দাস বন্ধুত্ব', বলেই দাবি অভিনেত্রীর। তিনি জানান আর পাঁচজনের বন্ধুত্বে যেমন মান অভিমান হয়, তাঁদের মধ্যেও তেমনটা চলে। ফলে এই পার্টি করা কোনও পিআর কৌশল নয়, এটা স্রেফ বন্ধুত্ব।

অন্যদিকে দেখতে দেখতে শ্রাবন্তী এই জগতে প্রায় পঁচিশ বছর কাটিয়ে ফেললেন, অথচ এখন তিনি শুভশ্রী, এঁরাই টলিউডের প্রথম সারির নায়িকা। এই বিষয়ে অভিনেত্রী জানান যে দর্শকদের রুচি বদলেছে, ওটিটির যুগ শুরু হয়েছে। তাই দিন দিন নায়ক নায়িকার যে ভেদ ছিল সেটা মুছে যাচ্ছে। আগে দর্শকরা বড় পর্দায় ভিড় জমাতেন, এখন ওটিটিতেই। অভিনেত্রী এই প্রসঙ্গে আরও জানান এই এতগুলো বছর ইন্ডাস্ট্রি, তাঁর কাজ তাঁকে ধৈর্য ধরতে শিখিয়েছে। শিখিয়েছে কোনও ব্যক্তিগত সমস্যাকে কখনই শ্যুটিং ফ্লোরে আনা যাবে না। কারণ ক্যামেরার থেকে কিছুই আড়াল করা যায় না, মনে কী চলছে সেটা ক্যামেরায় ঠিক ধরা পড়ে যায় বলেই জানান অভিনেত্রী।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নানান আলোচনা হয়, বিদ্রুপ শোনা যায়, সেই বিষয়ে তিনি স্পষ্ট করেই জানান, 'আমার ভালো লাগে না। ওঁরা আমায় নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছেন, আমি বিনোদন জোগাচ্ছি। এসব করে অনেকে রোজগার করেন। কিন্তু আমার এসব গায়ে লাগে না।' একই সঙ্গে জানান অনেকে তাঁকে তাঁর কাজের জন্য সমর্থন করেন। তাই তিনি কখনই কাউকে জাজ করেন না। আর কে তাঁকে জাজ করল তাতেও তাঁর কিছু যায় আসে না, কারণ 'শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটাই হয়' বলে স্পষ্ট করেন অভিনেত্রী।

অভিনেত্রী শ্রাবন্তী নয়, মা শ্রাবন্তীকে যখন ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি জানান আগামী বছর ঝিনুক উচ্চমাধ্যমিক দেবে, আগে সেটা দিক। তারপর এসব ভাবা যাবে।

বন্ধ করুন