বাংলা নিউজ > বায়োস্কোপ > Srabanti-Subhrajit: প্রেমচর্চা তুঙ্গে! শ্রাবন্তীকে ফের নায়িকা বাছতেই শুভ্রজিতের সাফাই, ‘ও নারী, আমি পুরুষ বলেই…’

Srabanti-Subhrajit: প্রেমচর্চা তুঙ্গে! শ্রাবন্তীকে ফের নায়িকা বাছতেই শুভ্রজিতের সাফাই, ‘ও নারী, আমি পুরুষ বলেই…’

বিশেষ সম্পর্কের চর্চা! শুভ্রজিতের ছবির নায়িকা ফের শ্রাবন্তী,প্রেম নিয়েও এল সাফাই

Srabanti-Subhrajit: রোশন অতীত! এখন নাকি টলিপাড়ার এই পরিচালকেই মজেছেন শ্রাবন্তী। প্রেম নিয়ে ফিসফিসানির ফাঁকেই শুভ্রজিতের নতুন ছবির কাজ হাতে এল শ্রাবন্তীর। 

দু-বার বিয়ে ভেঙেছে, তিন নম্বর বরের সঙ্গেও এক ছাদের তলায় থাকেন না দীর্ঘদিন। যদিও রোশন-শ্রাবন্তীর ডিভোর্সে এখনও আইনি সিলমোহর পড়েনি। এর মাঝেই নায়িকার একাধিক প্রেমের গুঞ্জন ভেসে বেরিয়েছে টলিপাড়ায়। অভিরূপ ঘোষ পেরিয়ে এখন শ্রাবন্তীর সঙ্গে নাম জুড়েছে টলিউডের ‘ব্যাচেলার’ পরিচালক শুভ্রজিৎ মিত্রের। 

‘অভিযাত্রিক’ পরিচালক শুভ্রজিতের আসন্ন ম্যাগনাম ওপাস ‘দেবী চৌধুরানি’র মুখ শ্রাবন্তী। তার আগে থেকেই টলিউডের পার্টি হোক বা অ্যাওয়ার্ড শো দুজনকে পাশাপাশি দেখে ফিসফিসানি হয়েছে বিস্তর। দুজনেই অবশ্য প্রেমের জল্পনা উড়িয়েছেন একাধিক বার। কিন্তু কথায় আছে যা রটে, তার কিছু তো বটে! সে যাই হোক, পরিচালকের আগামী ছবির কেন্দ্রবিন্দুতেও সেই শ্রাবন্তী। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের ইউরোপের প্রেক্ষাপটে গল্প সাজাচ্ছেন পরিচালক। ছবির নাম ‘কালমৃগয়া’, এই মার্ডার মিস্ট্রিতে লিড রোলে থাকছেন শ্রাবন্তী। 

অ্যালফ্রেড হিচককের বড় ভক্ত শুভ্রজিৎ, তাঁর অনুপ্রেরণাতেই ‘কালমৃগয়া’ তৈরি করতে চলেছেন। শ্রাবন্তীকে পরপর ছবিতে কাস্ট করা প্রসঙ্গে, পরিচালক জানান, অভিনেত্রীর পজেটিভ এনার্জিতে মুগ্ধ তিনি। দেবী চৌধুরানির সময় নায়িকা পরিচালকের কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন, সেই সমপর্ণে মুগ্ধ পরিচালক। কিন্তু এই কাস্টিং তাঁদের বিশেষ বন্ধুত্বের চর্চাকে উস্কে দেবে তা অজানা নয় পরিচালকের কাছে। এই সময়কে তিনি জানান, ‘আমি একই অভিনেতাকে একের বেশি ছবিতে কাজ করি। অভিযাত্রিকের পর দেবী চৌধুরানিতেও অর্জুন আর বেনুদা (সব্যসাচী চক্রবর্তী) কাজ করলেন। আমি পুরুষ আর শ্রাবন্তী নারী বলে সেখানে অন্য সমীকরণ খোঁজা অর্থহীন’। 

কাজ পাওয়ার জন্য পরিচালকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয়? এই নিয়ে শ্রাবন্তীর কী ধারণা! আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা উচিত। তবে আর যে সুসম্পর্কগুলো (ইশারায় কোট-আনকোট) সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমার সঙ্গে এমন কিছু ঘটেনি’। 

২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন ষোড়শী শ্রাবন্তী। পরের বছরই পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা, অভিনয় কেরিয়ারে সাময়িক ইতি টানেন। তবে সুখের হয়নি দাম্পত্য। ২০১৬ সালে বিয়ে ভাঙে দুজনের। ওই বছরই মডেল কৃষাণ ব্রজের সঙ্গে আইনি বিয়ে সারেন নায়িকা। তবে মাসখানেক যেতে না যেতেই আলাদা হয় দুজনের পথ। ২০১৯ সালে ডিভোর্স হাতে পেতে না পেতেই শ্রাবন্তী সংসার বাঁধেন জিম প্রশিক্ষক রোশন সিং-এর সঙ্গে। তবে সেই বিয়েও টেকেনি। ডিভোর্সের মামলা চলছে আদালতে। 

বায়োস্কোপ খবর

Latest News

T20I-এর এক ওভারে অজিদের হয়ে সব থেকে বেশি রান, পন্টিংদের সঙ্গে এলিট লিস্টে হেড ‘আমি স্ক্রিপ্টে কোনও...’ কান্দাহার হাইজ্যাক বিতর্কে কী বললেন পরিচালক? ‘একটা ভীষণ দুঃসময় জানো তো…’ RG Kar নিয়ে কালিকাপ্রসাদকে খোলা চিঠি পৌষালীর 'প্রতিদিন তোমায় মিস করি…' বাবার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট করণের বিশ্বকর্মা পুজোর ঠিক আগেই শনিতে পড়বে সূর্যের ছায়া! কী ঘটতে চলেছে? 'অরিজিতের সস্তা কপি' প্রতিবাদের হুমকি দিয়েও পোস্ট ডিলিট! তুমুল ট্রোল্ড শ্রীজাত ‘সবাই আমাদের ভালো চায় না…’ ছেলের জন্মদিনে আরজি কর কাণ্ডের রেশ টেনে বললেন রাজ! শিমলায় মসজিদের অবৈধ অংশ নিজেরাই ভাঙতে চান মুসলিমরা, বুলডোজার চালান,অনড় হিন্দুরা রবিবার থেকে নয়া ৩ রুটে বন্দে ভারত পাচ্ছে বাংলা! রইল সময়সূচি বাতাসের মানের নিরিখে আসানসোল অনেকটা এগিয়ে গেল, পিছিয়ে পড়ল কলকাতা-হাওড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.