বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘রাজ একটু অভিমান করেছে’, নন্দন-বিতর্কে ‘বন্ধু’র মান ভাঙাতে ফেসবুক লাইভ সৃজিতের

‘রাজ একটু অভিমান করেছে’, নন্দন-বিতর্কে ‘বন্ধু’র মান ভাঙাতে ফেসবুক লাইভ সৃজিতের

নন্দন নিয়ে ঝামেলা রাজ-সৃজিতের!

X=প্রেম-এর জায়গায় নন্দনে হল পেয়েছে হাবজি গাবজি। এই নিয়েই যে বিতর্ক তৈরি হয়েছিল তা ভাঙাতেই ফেসবুক লাইভ সৃজিত মুখোপাধ্যায়ের। 

নন্দন নিয়ে তরজা ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতেই নন্দনে ‘X=প্রেম’ শো না পাওয়ায় বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। প্রসঙ্গত, সৃজিতের ছবির পাশাপাশি নন্দনে হল পাওয়ার জন্য আবেদন করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও তাঁর ‘হাবজি গাবজি’ ছবির জন্য। এবং সেটা নন্দনে বিকেলে শো পায়। বৃহস্পতিবার সৃজিতের পোস্ট দেখে অনেকেই ধারণা করে নিয়েছিলেন, রাজকেই ঠুকেছেন তিনি। সঙ্গে কমেন্ট সেকশনে তো কেউ কেউ এমনটাও দাবি করতে থআকেন নিজের রাজনৈতিক ক্ষমতা লাগিয়েই সৃজিতের ছবিকে সরিয়ে দিয়ে নিজের ছবি চালাচ্ছেন রাজ! তবে, শুক্রবার ফেসবুক লাইভে আসেন সৃজিত। বিতর্ক থামিয়ে সোজাসাপটা জানিয়ে দেন, রাজ তাঁর ভালো বন্ধু। তিনি চান হাবজি গাবজিও ভালো চলুক।

কী লিখেছিলেন সৃজিত? ‘একই দিনে মুক্তি পাচ্ছে দু’টি ছবি। দু’জনই নন্দন ১-এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত ও ন্যায়সঙ্গত কারণে দু’টি ছবিরই ছাড়পত্র পাওয়া উচিত ছিল। না হলে একজনও পাবেন না।’, পোস্ট করেছিলেন তিনি। আর তার কিছু পরেই রাজের পোস্ট এসেছিল, ‘হাবজি গাবজি’ নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই।’

সৃজিত ফেসবুক লাইভে এসে জানালেন, ‘আমার একটা ছবি রিলিজ করছে X=প্রেম। সেটা নিয়ে অনেক বিতর্কও শুরু হয়েছে। কিছু হেডলাইন পড়লাম, লেখা পড়লাম। তাই এলাম লাইভে। আমি কারও বিরুদ্ধে বা কোনও সিনেমার বিরুদ্ধে কিছু লিখিনি। রাজ চক্রবর্তী বা হাবজি হাবজি নিয়ে তো নয়ই। কারণ, রাজ আমার ভালো বন্ধু।’

সৃজিত লাইভেই জানান, নন্দন থেকে যখন জানতে পারেন তাঁর ছবি দেখানো হবে না প্রথম ফোনটা তিনি রাজকেই করেছিলেন। রাজ উত্তরে জানিয়েছিলেন, তিনি জানেন না কেন X=প্রেম নেয়নি নন্দন। সেই সময় নাকি হাবজি গাবজি নন্দন থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবও দেয় রাজ, যাতে X=প্রেম চলতে পারে।

সৃজিত ফেসবুক লাইভে স্পষ্ট করে দেন, তিনি এটাই জানতে চেয়েছিলেন নন্দনে কি এ রেটেড সিনেমা চলে না? শুধু জানতে চেয়েছিলেন, ছবি নন্দন নেয়নি কেন সেটার কারণ। তাই তাঁর পোস্ট। সঙ্গে বলেন, তিনি চান হাবজি গাবজি আর X=প্রেম দুটোই ভালো চলুক। হলে লোক আসুক।

সঙ্গে লাইভের শেষে সৃজিত বলেন, ‘রাজ বোধহয় একটু অভিমান করছে আমার উপর। আমারও একটু খারাপ লেগেছে। আমার কিন্তু নন-সিলেকশনে কোনও সমস্যা ছিল না। আমার খারাপ লেগেছে কারণ দেখানো হচ্ছে না। আমার শুধু এটাই বলার এই ছবিটা যেহেতু স্টুডেন্টসদের জন্য, তাই নন্দেন হল না পাওয়ায় আপত্তি তুলেছিলাম। কারণ ওরা তো অনেক টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে যেতে পারে না। তাহলে আমরা এই ধরনের ছবি বানানোর আগে ভাবব। বা যখন এ সার্টিফিকেট দেওয়া হল, তখন সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলতাম।’

বায়োস্কোপ খবর

Latest News

বালুরঘাটের বুথে BSF ছিল না, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ খণ্ডন করে জবাব বাহিনীর জয়েন্ট পরীক্ষার জন্য ১২ স্পেশাল ট্রেন চালাবে, চলবে বাড়তি মেট্রোও, রইল সময়সূচি 'ভারসাম্য বজায় থাকুক', শতাধিক পড়ুয়ার গ্রেফতারির পর আমেরিকাকে 'খোঁচা' ভারতের জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ ‘আজ তুমি বড্ড একা…’! স্তিমিত নবনীতা-স্নেহালের প্রেমচর্চা, কী ইঙ্গিত জিতুর কবিতার ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যৎ-এর ‘আত্মারাম’ উদয় শঙ্কর পাল, এখন কেমন আছেন? IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS সেমিস্টারে 'না', তবে বদল বোর্ড পরীক্ষায়, কবে থেকে? CBSE-কে নির্দেশ কেন্দ্রের অসম ও বাংলাদেশের ওপর পৃথক ২টি ঘূর্ণাবর্ত, গ্রীষ্মের তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাস ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব

Latest IPL News

জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.