বাংলা নিউজ > বায়োস্কোপ > Dawshom Awbotaar: পুজোয় আসছে সৃজিতের কপ ইউনিভার্স, ‘দশম অবতার’-এর ফার্স্ট লুক পোস্টারে প্রসেনজিৎ-যিশু-জয়া-অনির্বাণ

Dawshom Awbotaar: পুজোয় আসছে সৃজিতের কপ ইউনিভার্স, ‘দশম অবতার’-এর ফার্স্ট লুক পোস্টারে প্রসেনজিৎ-যিশু-জয়া-অনির্বাণ

আসছে দশম অবতার 

Dawshom Awbotaar's motion poster: দশম অবতারের মোশন পোস্টারের নেপথ্যে শোনা গেল ‘ওঁ’ ধ্বনি। তবে সবচেয়ে নজরকাড়া পোস্টারে চরিত্রদের মুখের সঙ্গে শ্রীকৃষ্ণের দশটি অবতারের এক একটি উপাদান।

সৃজিতের পুজো রিলিজ মানেই বাঙালির মনে বাড়তি উন্মাদনা। এবার পরিচালকের পুজোমুক্তি ছবি ‘দশম অবতার’। জন্মাষ্টমীর প্রাক্কালে প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার। সৃজিতের এই ‘কপ ইউনিভার্স’-এর ফার্স্ট লুকেই চমক! ২২শে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী ফিরেছেন এই ছবিতে। সঙ্গে ‘ভিঞ্চিদা’ ছবির ‘এসিপি পোদ্দার’ অনির্বাণ ভট্টাচার্য, আর নতুন দুই সদস্য যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। যদিও সৃজিতের ক্যাম্পের পুরোনো সদস্য তাঁরাও।

ছবির মোশন পোস্টারের নেপথ্যে শোনা গেল ‘ওঁ’ ধ্বনি। তবে সবচেয়ে নজরকাড়া পোস্টারের শ্রীকৃষ্ণের দশটি অবতারের এক একটি উপাদান। তির-ধনুক, মাছ, নরসিংহ, কুঠার, বৌদ্ধদের জপমন্ত্র, দাবার সাদা ঘোড়া, বনসাই, বন্য শুয়োরের দাঁত, কচ্ছপ এবং ময়ূরের পালক। চরিত্রের মুখের কোলাজের সঙ্গে মিলেমিশে রয়েছে এগুলো। গল্পে কেমনভাবে তা ব্যবহৃত হয়, সেটা দেখবার।

 চরিত্রদের লুকও এসেছে সামনে। দশম অবতারের ফার্স্ট লুক শেয়ার করে সৃজিত লেখেন- ‘আসছি আমরা এই পুজোতে’। খবর, ‘২২শে শ্রাবণ’ ও ‘দ্বিতীয় পুরুষ’ — দুই ছবি মিলিয়েই নাকি এবার নতুন পুলিশি ব্রহ্মাণ্ড রচনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। 

পুজোয় সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ছবি হিট! দশম অবতারে ‘প্রবীর রায়চৌধুরী’ মানে ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে লুক সামনে এসেছে তা দেখেই উত্তেজিত ভক্তকুল। জ্বলন্ত চুরুট হাতে ইজিচেয়ারে বসে আছেন বুম্বাদা। ফ্রেঞ্চকাট দাড়ি-গোঁফ আর স্যুটে একদম পুরুষালি লুকে ধরা দিলেন ষাটোর্ধ নায়ক।

শার্ট-প্যান্টে সামনে এলেন ‘এসিপি পোদ্দার’। অনির্বাণের বুদ্ধিদীপ্ত চাউনি নজর কাড়ল। সৃজিতের সঙ্গে অনির্বাণের নয় নম্বর ছবি হতে চলেছে ‘দশম অবতার’। যিশুর কথায় সৃজিতের সঙ্গে তাঁর সম্পর্ক ‘স্বামী-স্ত্রী’র মতো। তাঁদের আড়িভাব চলতেই থাকে। সৃজিতের ‘রাজা’কে এই ছবির ফার্স্ট লুকে পাওয়া গেল খানিক উদাসী নয়নে। একমাথা এলোমেলো চুল, চশমার সঙ্গে গোঁফ, চাপদাড়িতে সামনে এলেন যিশু সেনগুপ্ত। অনেকে যিশুর এই লুকের সঙ্গে ‘কাকাবাবু’র মিল খুঁজে পেয়েছেন।

শুরুতে সৃজিতের দশম অবতারের নায়িকা হওয়ার কথা ছিল শুভশ্রীর। তবে অন্তঃসত্ত্বা হওয়ার জেরে ছবি থেকে বাদ পড়েন অভিনেত্রী। জায়গা দখল করেন জয়া আহসান। একটা সময় সৃজিত-জয়ার প্রেম নিয়ে দুই বাংলায় কম আলোচনা হয়নি। তাই এই ছবিতে জয়ার কাস্টিং নিয়ে রীতিমতো শোরগোল। ৬ বছর পর সৃজিতের ছবিতে ফিরছেন জয়া। সৃজিতের কপ ইউনিভার্স-এ মহিলা পুলিশ জয়াকে ফার্স্ট লুকে দেখা গেল মেরুণরঙা জ্যাকেট। সোফায় বসে রয়েছেন তিনি, চোখে দৃঢ় চাউনি। 

দশম অবতার প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিও এবং এসভিএফ। সূত্রের খবর, শাহরুখের ‘জওয়ান’ ছবির সঙ্গেই নাকি দেখানো হবে সৃজিতের নতুন ছবি ‘দশম অবতার’ ছবির টিজার। কারণ বাংলায় ‘জওয়ান’-এর পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ। আপতত অপেক্ষা সেই ঝলকের। 

 

 

বন্ধ করুন